Print Date & Time : 2 August 2025 Saturday 7:02 pm

বেইজিংয়ে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮

শেয়ার বিজ ডেস্ক : প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের জেরে ব্যাপক বন্যা শুরু হয়েছে চীনের রাজধানী বেইজিং এবং উত্তরাঞ্চলীয় প্রদেশ হেবেইয়ের বেশ কিছু এলাকায়। গত তিন দিনের বন্যায় ইতোমধ্যে নিহত হয়েছেন ৩৮ জন এবং নিরাপদ স্থানে সরানো হয়েছে অন্তত ৮০ হাজার মানুষকে।

বন্যায় প্রাণহানি সবচেয়ে বেশি ঘটেছে বেইজিংয়ে। মৃত ৩৮ জনের মধ্যে ৩০ জনই রাজধানীর। বাকি আটজন হেবেই প্রদেশের বিভিন্ন অঞ্চলের।

সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, বেইজিংয়ের অন্তর্ভুক্ত দুই জেলা মিয়ুনে ২৮ জন এবং ইয়াংকিংয়ে দুজন নিহত হয়েছেন। বেইজিংয়ের এই দুই জেলায় বন্যা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বন্যার কারণে মিয়ুন, ইয়াংকিং ও বেইজিংয়ের সঙ্গে লাগোয়া ১৩০টি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে শত শত কিলোমিটার সড়ক নেটওয়ার্ক। যে ৮০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়েছেন দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা, তারা এই ১৩০ গ্রামের বাসিন্দা।

গত ২১ জুলাই থেকে বেইজিং ও চীনের উত্তরাঞ্চলীয় বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ভারী বর্ষণ ও মৌসুমি ঝড়। প্রায় ১০ দিন ধরে এই দুর্যোগ পরিস্থিতি চলার পর গত বুধবার চীনের আবহাওয়া দপ্তর বেইজিংয়ে ঝড়-বৃষ্টিবিষয়ক সতর্কতা প্রত্যাহার করেছে। তবে এক পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত ঝড়-বৃষ্টির মাত্রা কমে এলেও যে কোনো সময় আবার তা বাড়তে পারে।

এই পরিস্থিতি মোকাবিলা করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ‘সর্বাত্মক অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা’ করছেন। দুর্যোগ মোকাবিলা বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে প্রশাসন। চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিসিটিভি নিউজ জানিয়েছে, সড়ক, বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে এরই মধ্যে প্রায় ৫৫ কোটি ইউয়ান (৭ কোটি ৬৭ লাখ ডলার) তহবিল ঘোষণা করেছে জিনপিংয়ের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার।

বন্যায় বেইজিং জুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, দোকান ও সরকারি কার্যালয়। ভারী বৃষ্টির জেরে ইতোমধ্যে রাজধানী শহরের অন্তত ৩১টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামতের পর ১৫টি রাস্তায় যান চলাচল কোনো প্রকারে শুরু হয়েছে, তবে এখনও চলাচলের অযোগ্য অবস্থায় আছে ১৬টি সড়ক।

চীনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২৩ জুলাই থেকে গত সোমবার মধ্যরাত পর্যন্ত বেইজিংয়ে ১৬৫ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বেইজিংয়ের মিয়ুন ও ইয়াংকিং জেলায়। এ দুই জেলায় ৫০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। বেইজিংয়ের বহু এলাকায় গত সোমবার স্থানীয় সময় রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত ৯৫ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।