শেয়ার বিজ ডেস্ক : চীনের রাজধানী বেইজিং এবং উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে শুরু হয়েছে ভয়াবহ বন্যা। সরকারি হিসাব অনুযায়ী, গত তিন দিনের বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৮ জন, এবং নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ৮০ হাজারেরও বেশি মানুষকে।
মৃতদের মধ্যে শুধু বেইজিং থেকেই রয়েছে ৩০ জন, যাদের অধিকাংশ মিয়ুন এবং ইয়াংকিং জেলার বাসিন্দা। হেবেই প্রদেশে প্রাণহানি হয়েছে আরও ৮ জনের। বেইজিংয়ের এই দুই জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছে সরকারি বার্তাসংস্থা সিনহুয়া।
বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেইজিং সংলগ্ন ১৩০টি গ্রাম। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে এসব এলাকার, ভেঙে পড়েছে শত শত কিলোমিটার সড়ক নেটওয়ার্ক। BBC জানিয়েছে, স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর সহায়তায় এসব এলাকার ৮০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, সরকার এখন পর্যন্ত প্রাথমিক উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে প্রায় ৫৫ কোটি ইউয়ান (৭ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার) বরাদ্দ করেছে। ক্ষতিগ্রস্তদের জন্য খাবার, চিকিৎসা এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
চীনের আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত সপ্তাহের বুধবার থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত বেইজিংয়ে গড় বৃষ্টিপাত হয়েছে ১৬৫ দশমিক ৯ মিলিমিটার, যেখানে মিয়ুন ও ইয়াংকিং জেলায় বৃষ্টিপাতের পরিমাণ ৫০০ মিলিমিটার ছাড়িয়ে গেছে। শুধু সোমবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে মিয়ুনে বৃষ্টি হয়েছে ৯৫ দশমিক ৩ মিলিমিটার।
যদিও আবহাওয়া দপ্তর ঝড়-বৃষ্টির সতর্কতা আপাতত প্রত্যাহার করেছে, তবে পূর্বাভাসে বলা হয়েছে যে, যেকোনো সময় আবারও বৃষ্টিপাত বেড়ে যেতে পারে। এ অবস্থায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ‘সর্বাত্মক অনুসন্ধান ও উদ্ধার অভিযান’ পরিচালনার নির্দেশ দিয়েছেন এবং সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন।
আরআর/