Print Date & Time : 19 September 2025 Friday 4:10 am

বৈশ্বিক অনিশ্চয়তায় সুদের হার অপরিবর্তিত রেখেছে ব্রাজিল

 শেয়ার বিজ ডেস্ক : মার্কিন অর্থনৈতিক নীতি নিয়ে বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে থাকায় ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংক বুধবার তার বেঞ্চমার্ক (নীতিনির্ধারণী) সুদের হার ১৫ শতাংশে স্থির রাখার সিদ্ধান্ত নিয়েছে। খবর- এএফপি।

গত জুলাই থেকে টানা সাতবার মূল্যস্ফীতি বৃদ্ধির ধারাবাহিকতা শেষ করে, ব্যাংকটি সুদের হার ১৫ শতাংশে  রেখেছে, যা বিশ্বের সর্বোচ্চ স্তরগুলোর মধ্যে একটি।

ব্যাংকের মুদ্রানীতি কমিটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক নীতি ও অর্থনৈতিক পূর্বাভাস’ অনিশ্চিত থাকায় উদীয়মান অর্থনীতির দেশগুলোর জন্য সতর্কতা প্রয়োজন।

তারা বলেছে, এই সিদ্ধান্ত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে লক্ষ্যমাত্রায় ফিরিয়ে আনার কৌশলের অংশ।

২০২৫ সালে ব্রাজিলে মুদ্রাস্ফীতি ৪ দশমিক  ৮ শতাংশ এবং ২০২৬ সালে ৪ দশমিক ৩ শতাংশ হবে বলে অনুমান করা হচ্ছে, যা কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ৩ শতাংশ লক্ষ্যমাত্রার সীমা অতিক্রম করছে।

মুদ্রা কমিটি বলেছে যে তারা ‘ব্রাজিলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক ঘোষণার ওপর নজর রাখছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আগস্ট মাসে কার্যকর হওয়া ব্রাজিলের আমদানিতে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে।

এই পদক্ষেপগুলো প্রকাশ্যে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে, যা মূলত ট্রাম্পের মিত্র ও সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিচার প্রক্রিয়ার প্রতিক্রিয়া।

বলসোনারো গত সপ্তাহে ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হন।

এর আগে, ওয়াশিংটন ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়, তবে কিছু গুরুত্বপূর্ণ রপ্তানিপণ্যের ক্ষেত্রে ছাড় দেয়া হয়েছে যেমন বিমান, কমলার রস, গাছের গুঁড়ি থেকে তৈরি পাল্প, ব্রাজিল বাদাম, কিছু লোহা, স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্য।

শুল্ক আরোপের মাধ্যমে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অতি-ডানপন্থি মিত্র জাইর বলসোনারোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় ব্রাজিলকে শাস্তি দেয়ার জন্য আমেরিকান অর্থনৈতিক শক্তি প্রয়োগের হুমকি দিচ্ছেন। যাকে তিনি অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে বিচারের মুখোমুখি করেছেন।

ট্রাম্প বিশ্বজুড়ে অর্থনীতির ওপর যে শুল্ক আরোপ করছেন তার বিপরীতে ব্রাজিলের বিরুদ্ধে ব্যবস্থাগুলো প্রকাশ্যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে ব্যাখ্যা করা হয়েছে। এতে শতাব্দী প্রাচীন বাণিজ্য সম্পর্ক ও ব্রাজিলের মতে ২০২৪ সালে ২৮৪ মিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত উপেক্ষা করা হয়েছে।

ব্রাজিলের এই ১৫ শতাংশ নীতিনির্ধারণী সুদের হার যাকে  ‘সেলিক’ বলা হয় তা ২০০৬ সালের পর সর্বোচ্চ এবং এটি বিশ্বের অন্যতম উচ্চ সুদের হার।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে ব্যাংকটি ইতোমধ্যে পরপর সাতবার সুদের হার বাড়িয়েছে। তবে খাদ্যদ্রব্য মূল্যস্ফীতি জুন মাসে কিছুটা হ্রাস পেয়েছে, যা সরকারের জনপ্রিয়তার জন্য খুবই সংবেদনশীল একটি ইস্যু ছিল।