ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুতের তারে জড়িয়ে মো. নাসির মোল্যা (৪৫) নামে জাহাজের এক মাস্টার নিহত হয়েছে। সে সীমান্ত ঘেঁষা আলফাডাঙ্গা উপজেলার বারাংকুলা গ্রামের মো. আমীর হোসেন মোল্যার ছেলে। সোমবার (৭ জুলাই) সকালে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বড়গাঁ নতুন বাজারে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, অভ্যন্তরীন নৌপরিবহন বিভাগের জাহাজের মাস্টার হিসেবে চাকরিরত নাসির মোল্যা ছুটিতে বাড়িতে এসে বড়গাঁ বাজারে দোকান ঘর নির্মাণ করছিলেন। ওই দিন সকাল ১০ টার দিকে নির্মানাধীন ঘরের মেঝেতে পানি দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা হক টুম্পা তাকে মৃত ঘোষণা করেন।
বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল আমীন জানান, হাসপাতাল থেকে নাসিরের স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছে। আমরা ঘটনাস্থলে আছি। আলফাডাঙ্গা থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম জানান, বোয়ালমারী থানা থেকে খবর পেয়ে মৃতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল যেহেতু বোয়ালমারী থানাধীন তাই আইনগত প্রক্রিয়া সেখানেই হবে। আমরা সব বিষয়ে সহযোগিতা করবো।

Discussion about this post