Print Date & Time : 14 January 2026 Wednesday 11:49 pm

ব্যবসা সহজ করতে আমদানি নীতিতে আমূল পরিবর্তন আসছে: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বিদ্যমান আমদানি নীতি আদেশে (২০২১–২০২৪) বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। ব্যবসা-বাণিজ্যকে আরও সহজ, উদার ও গতিশীল করতে নতুন আমদানি নীতি আদেশের খসড়া প্রস্তুত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। কেবিনেটের অনুমোদন পেলেই নতুন নীতির বিস্তারিত প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আজ রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে আমদানি নীতি আদেশ-সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বিদ্যমান আমদানি নীতি আদেশে উল্লেখযোগ্য ও যুগোপযোগী পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমদানি প্রক্রিয়াকে আরও সহজ করা এবং ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা।’

তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করেই নতুন নীতির খসড়া প্রস্তুত করা হয়েছে। খুব শিগগিরই এটি কেবিনেটে উপস্থাপনের পরিকল্পনা রয়েছে। আগামী কেবিনেট বৈঠকে অনুমোদন না পেলে পরবর্তী বৈঠকে বিষয়টি উত্থাপন করা হবে বলেও জানান তিনি।

এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, আমদানি ও বাণিজ্য নীতির বিভিন্ন ধাপে সংস্কার আনা হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে বাণিজ্য সহজীকরণের অংশ হিসেবে বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ট্রেড ফ্যাসিলিটেশন অ্যাগ্রিমেন্টে স্বাক্ষর করেছে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে নীতিগত সংস্কারের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, এসব পরিবর্তনের ফলে আমদানি কার্যক্রম আরও সহজ হবে এবং ব্যবসায়ীরা বাস্তব ও টেকসই সুবিধা লাভ করবেন।