শেয়ার বিজ ডেস্ক : পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসির পরিচালনা পর্ষদ একটি পুরাতন বা ব্যবহৃত সমুদ্রগামী বড় জাহাজ (ওশান গোয়িং মাদার ভেসেল) কেনার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সার্কুলার রেজুলেশন মাধ্যমে নেওয়া এই সিদ্ধান্তে বলা হয়, কোম্পানিটি ৫৩ হাজার ৫৬৯ মেট্রিক টন বহনক্ষমতা সম্পন্ন একটি সেকেন্ড-হ্যান্ড জাহাজ ক্রয় করবে। জাহাজটি কেনার জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৭৬ কোটি টাকা।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই জাহাজ যুক্ত হলে আমদানি পরিবহন সক্ষমতা বাড়বে এবং কাঁচামাল পরিবহনে ব্যয় সাশ্রয় হবে।
ক্রাউন সিমেন্ট পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১১ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ১৪৮ কোটি ৫০ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৯৯৫টি। সর্বশেষ ২০২৫ সালের ৩০ অক্টোবর পর্যন্ত আফতাব অটোমোবাইলস লিমিটেডের উদ্যোক্তা পরিচালকদের হাতে ৫২.২২ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৮.৫৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.০৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৯.১৫ শতাংশ শেয়ার আছে।
আরআর///
প্রিন্ট করুন











Discussion about this post