শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২ | ২২ জমাদিউস সানি ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ব্যাংকগুলোয় ক্রমেই বাড়ছে কোটি টাকার হিসাবধারী

Share Biz News Share Biz News
মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫.১২:৩৭ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, জাতীয়, পত্রিকা, শীর্ষ খবর, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ব্যাংকগুলোয় ক্রমেই বাড়ছে কোটি টাকার হিসাবধারী
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : দেশের ব্যাংকগুলোয় কোটি টাকা বা তারও বেশি অর্থ জমা আছে-এমন হিসাবের সংখ্যা ক্রমেই বাড়ছে। আর্থিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও চলমান মূল্যস্ফীতির চাপের মধ্যেও বড় অঙ্কের হিসাব বাড়তে থাকায় বিষয়টি আলোচনায় এসেছে। সর্বশেষ তথ্য বলছে, ব্যাংকে কোটি টাকা বা তার বেশি পরিমাণ অর্থ জমা রয়েছেÑএমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাব এক লাখ ২৮ হাজার ছাড়িয়ে গেছে।

খাতসংশ্লিষ্টদের মতে, নিত্যপণ্যের দাম বাড়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো চাপে পড়েছে। সংসারের ব্যয় সামাল দিতে অনেকেই আগের সঞ্চয় ভাঙতে বাধ্য হচ্ছেন। ফলে ব্যাংক খাতে ছোট অঙ্কের আমানত কমার প্রবণতা দেখা যাচ্ছে। বিপরীতে সমাজের একটি শ্রেণির আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিত্তশালী ব্যক্তি ও বড় ব্যবসা প্রতিষ্ঠানের কাছেই নতুন হিসাবের বড় অংশ কেন্দ্রীভূত হচ্ছে। তাদের ভাষায়, অর্থনৈতিক চাপ যতই বাড়ুক, সম্পদশালী জনগোষ্ঠীর আয়-সম্পদ বৃদ্ধির ধারায় তেমন বাধা তৈরি হয়নি। ব্যাংকে বড় অঙ্কের সঞ্চয় হিসাব বৃদ্ধিই এর প্রমাণ। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে কোটি টাকার হিসাবধারীর সংখ্যা বাড়লেও কমেছে জমা টাকার পরিমাণ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, গত বছরের সেপ্টেম্বরে ব্যাংক খাতে কোটিপতি আমানতকারীর হিসাব ছিল ১ লাখ ১৭ হাজার ১২৭টি। গত সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৭০টি। এই এক বছরে কোটিপতি হিসাবধারীর সংখ্যা বেড়েছে ১০ হাজার ৯৪৩টি। বৃদ্ধির হার ৯ দশমিক ৩৪ শতাংশ।

আলোচ্য সময়ে সব উপখাতেই আমানতকারীর হিসাব-সংখ্যা বেড়েছে। তবে শুধু কমেছে ২৫ থেকে ৩০ কোটি টাকার আমানতকারীর হিসাব। গত বছরের সেপ্টেম্বরে এ ক্যাটাগরিতে হিসাব-সংখ্যা ছিল ৯৬৮টি। সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছে ৮৯৪টিতে।

জিডিপি প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়ের বৃদ্ধির ফলে মানুষের সঞ্চয় প্রবণতা বেড়েছে। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধির গুণগত মান বৃদ্ধি না পাওয়ায় সমাজের একটি শ্রেণির কাছেই বেশি অর্থ-সম্পদ কেন্দ্রীভূত হয়ে পড়ছে। এ শ্রেণির বেশিরভাগেরই নাম রয়েছে কোটিপতির তালিকায়। তবে দেশে কোটিপতির প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলে ধারণা করা হয়। কারণ বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে কেবল কোটি টাকার বেশি জমা থাকা হিসাবই অন্তর্ভুক্ত। এর বাইরেও অনেকেই আছেন, যাদের কোটি কোটি টাকার সম্পদ আছে।

এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন প্রান্তিকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, জুলাই-সেপ্টেম্বরে ব্যাংক খাতে আমানত ও ঋণের প্রবাহে সর্বনিম্ন প্রবৃদ্ধি হয়েছে। জানুয়ারি-মার্চ প্রান্তিকে আমানতের প্রবৃদ্ধি হয় ২ দশমিক ১১ শতাংশ এবং এপ্রিল-জুন প্রান্তিকে তা কিছুটা বেড়ে ৩ দশমিক ৮০ শতাংশে দাঁড়ায়। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে তা আবার কমে ১ দশমিক ৭৩ শতাংশে দাঁড়ায়।

তিন প্রান্তিকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত প্রান্তিকেই আমানত প্রবাহ বেড়েছে সবচেয়ে কম। একই সময়ে শহর ও গ্রামেও সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংক খাতে গ্রাহকদের চলতি হিসাবে আমানত প্রবাহ কমে গেছে প্রায় পাঁচ শতাংশ। মূলত ব্যবসা-বাণিজ্যে মন্দার কারণেই এ খাতে ঋণপ্রবাহ কমেছে।

তবে ব্যাংকগুলোয় মেয়াদি আমানত আলোচ্য সময়ে বেড়েছে সাড়ে পাঁচ শতাংশ। মেয়াদি আমানতের হার বাড়ায় সার্বিকভাবে ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতির উন্নতি হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, গ্রামে আমানত প্রবাহ কমায় গ্রামীণ অর্থনীতিতে মন্দা আরও প্রকট হচ্ছে। এতে গ্রামীণ উৎপাদন খাতের নেতিবাচক প্রভাব পড়ছে।

প্রতিবেদনের তথ্যে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে আমানতের প্রবাহ বেড়েছিল ১ দশমিক ৭৭ শতাংশ। এপ্রিল-জুন প্রান্তিকে তা আরও কমে ১ দশমিক ২৬ শতাংশে নেমে যায়। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ঋণপ্রবাহ আরও কমে দাঁড়ায় দশমিক ৪৪ শতাংশে। চলতি বছরের মধ্যে গত প্রান্তিকেই ঋণের প্রবৃদ্ধি সবচেয়ে কম হয়েছে।

অন্যদিকে শহরে ঋণের প্রবৃদ্ধি বাড়লেও গ্রামে তিন প্রান্তিক ধরে ঋণের প্রবৃদ্ধির হার কমছে। জানুয়ারি-মার্চ প্রান্তিকে গ্রামে ঋণপ্রবাহ কমেছিল দশমিক ৩৪ শতাংশ, এপ্রিল-জুন প্রান্তিকে কমেছে ৪ দশমিক ৩৫ শতাংশ এবং জুলাই-সেপ্টেম্বরে কমেছে দশমিক ৬২ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, স্বাধীনতার পর ১৯৭২ সালে দেশে কোটিপতি আমানতকারী ছিল পাঁচজন, ১৯৭৫ সালে তা ৪৭ জনে উন্নীত হয়। ১৯৮০ সালে কোটিপতিদের হিসাবধারীর সংখ্যা ছিল ৯৮টি। এরপর ১৯৯০ সালে ৯৪৩টি, ১৯৯৬ সালে ২ হাজার ৫৯৪ জন, ২০০১ সালে ৫ হাজার ১৬২টি, ২০০৬ সালে ৮ হাজার ৮৮৭টি এবং ২০০৮ সালে ছিল ১৯ হাজার ১৬৩টি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান শেয়ার বিজকে বলেন, বৈধ উপায়ে দেশে কোটিপতির সংখ্যা বাড়লে আমরা অবশ্যই তা স্বাগত জানাই। এটি অর্থনীতির ইতিবাচক প্রবৃদ্ধিরই প্রতিফলন। তবে যদি এর সূত্র কোথাও কালোটাকার সঙ্গে যুক্ত থাকে, সেক্ষেত্রে বিষয়টি খতিয়ে দেখা জরুরি।

এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন বলেন, ‘রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন দুর্নীতিবাজ ও ব্যাংক লুটেরা গোষ্ঠী অর্থপাচার করতে পারছে না, যে কারণে বিভিন্ন উপায়ে তারা ব্যাংকে টাকা জমা করছে। পাশাপাশি ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার প্রবণতা বেড়ে গিয়েছিল। রাজনৈতিক পটপরিবর্তনের পর বেশ কিছু ব্যাংকের প্রকৃত অবস্থার চিত্রও প্রকাশ পায়। তাতে অনেক গ্রাহক আতঙ্কিত হয়ে ব্যাংক থেকে টাকা তুলে নেন। এখন আবার পরিস্থিতি বুঝে ব্যাংকের অর্থ জমা করছে, ফলে সার্বিকভাবে আমানত বেড়েছে।’

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

আর্থিক খাতে স্থিতিশীলতা ফেরাতে সময় লাগবে: গভর্নর

Next Post

রাজধানীতে গ্যাস সংকট তীব্র, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

Related Posts

কম্বোডিয়ার সঙ্গে সংঘাতকালেই পার্লামেন্ট ভাঙল থাইল্যান্ড
আন্তর্জাতিক

কম্বোডিয়ার সঙ্গে সংঘাতকালেই পার্লামেন্ট ভাঙল থাইল্যান্ড

যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি

আন্তর্জাতিক

জাপানে ফের ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

Next Post
রাজধানীতে গ্যাস সংকট তীব্র, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

রাজধানীতে গ্যাস সংকট তীব্র, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কম্বোডিয়ার সঙ্গে সংঘাতকালেই পার্লামেন্ট ভাঙল থাইল্যান্ড

কম্বোডিয়ার সঙ্গে সংঘাতকালেই পার্লামেন্ট ভাঙল থাইল্যান্ড

যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি

যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি

জাপানে ফের ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

স্পিনিং শিল্পের সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে হবে 

‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ ডেকে আনবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ!




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET