নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রতিবছর ১ জুলাই ব্যাংকের লেনদেন বন্ধ থাকে। এটা ব্যাংক হলিডে হিসেবে পরিচিত। এই দিন ব্যাংকগুলো তাদের অর্ধবার্ষিক আয়-ব্যয়ের হিসাব করে থাকে। সেই ধারাবাহিকতায় এ বছরও ১ জুলাই ব্যাংক হলিডের কারণে আজ মঙ্গলবার ব্যাংক লেনদেন বন্ধ থাকবে।
এদিকে পুঁজিবাজারের লেনদেন ব্যাংকের ওপর নির্ভর করায় মঙ্গলবার দেশের প্রধান দুই পুঁজিবাজার বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। বাংলাদেশ ব্যাংক, ডিএসই ও সিএসই গতকাল আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রসঙ্গত; ১ জুলাই ছাড়াও ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে পালন করে বাণিজ্যিক ব্যাংকগুলো। এই দিনগুলোতে ব্যাংকগুলো তাদের আয়-ব্যায়ের হিসাব করে থাকে। এই দিন ব্যাংক লেনদেন বন্ধ থাকলেও কর্মীদের অফিস করতে হয়।
ব্যাংক কর্মকর্তারা জানান, ব্যাংক খাত অটোমেশনের আগ পর্যন্ত লেজার মেনটেইন করে তথ্য সংরক্ষণ করত ব্যাংকগুলো। তখন আয়-ব্যয়ের হিসাব করতে অনেক সময় লাগত। এ কারণে ব্যাংক বন্ধ রেখে হিসাবায়ন করতে হতো। এই কাজের জন্য কর্মীদের আলাদা একটি ভাতা দেয়া হতো।
এদিকে অর্থবছরের শেষ দিন কর প্রদানের সুবিধার্থে গতকাল দেশের সব ব্যাংকের লেনদেনের সময়সূচি ২ ঘণ্টা বাড়ায় বাংলাদেশ ব্যাংক। ফলে সোমবার বিকাল ৪টার পরিবর্তে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে ব্যাংক। বাংলাদেশ ব্যাংক আলাদা এক সার্কুলার জারি করে এ নির্দেশনা জানায় ব্যাংকগুলোকে।
এতে বলা হয়, নগদ জমা/চেক/চালান/পে-অর্ডার/ডিমান্ড ড্রাফট/অনলাইন ফান্ড ট্রান্সফার ইত্যাদি সেবার মাধ্যমে আয়কর, ভ্যাট ও শুল্ক প্রদানের সুবিধার্থে সোমবার দেশের সব তফসিলি ব্যাংকের লেনদেন সময়সূচি সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারণ করা হলো। এছাড়া পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে লেনদেন পরবর্তী প্রয়োজনীয় আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাংক/শাখা রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।

Discussion about this post