Print Date & Time : 14 September 2025 Sunday 7:11 pm

ব্যাংক বন্ধ থাকবে ৫ আগস্ট

নিজস্ব প্রতিবেদক : আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। সরকার ঘোষিত সাধারণ ছুটির অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে ২ জুলাই ২০২৫ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে, ৫ আগস্ট দিনটিকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে সরকারি ছুটি ঘোষণা করা হয়। সেই অনুযায়ী, সব সরকারি ও বেসরকারি অফিস, আদালত এবং তফসিলি ব্যাংকও এ ছুটির আওতায় থাকবে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৫ আগস্ট (সোমবার) সরকারি ছুটির দিন হিসেবে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। আর্থিক লেনদেন, ক্লিয়ারিং ও ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। সংশ্লিষ্ট সবাইকে আগেভাগে প্রস্তুতি নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় নেয়। দীর্ঘ সময় ধরে চলমান রাজনৈতিক অস্থিরতা, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং গণবিক্ষোভের পর, এই দিনে ক্ষমতার পালাবদল ঘটে। এই দিনটিকে কেন্দ্র করে বহু মানুষ রাজপথে অংশ নেয় এবং শেষ পর্যন্ত রাজনৈতিক ক্ষমতায় বড় পরিবর্তন ঘটে।

সরকারিভাবে ঘোষিত এই দিবসটি এবার প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে ছুটি হিসেবে পালিত হচ্ছে।