নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-০১ (নাসিরনগর) আসনে ধানের শীষের মনোনয়ন পরিবর্তনের দাবিতে নাসিরনগরে অনুষ্ঠিত হয়েছে নজিরবিহীন মানববন্ধন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিকট মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে হাজারো জনতার ঢল নামে প্রেসক্লাব চত্বর থেকে খেলার মাঠ মোড় পর্যন্ত দীর্ঘ সড়কে। বিভিন্ন ইউনিয়ন থেকে জড়ো হওয়া প্রায় চার থেকে পাঁচ হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা জানান, টানা ৩০–৩৫ বছর ধরে এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন নাসিরনগরে বিএনপির রাজনীতির অগ্রভাগে থেকে দুঃসময়-সুসময় দলের পাশে দাঁড়িয়েছেন। কর্মকর্তা-কর্মীদের সাথে নিবিড় সম্পর্ক, আন্দোলন-সংগ্রামে তাঁর সক্রিয় ভূমিকা এবং মানুষের আস্থা অর্জন তাকে নাসিরনগরের সবচেয়ে গ্রহণযোগ্য নেতৃত্বে পরিণত করেছে।
অংশগ্রহণকারীরা বলেন, নাসিরনগরের জনমনে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে ধানের শীষের মনোনয়ন কামরুজ্জামান মামুনকে দেওয়া ছাড়া বিকল্প নেই। এতে উপজেলায় শান্ত-স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ বজায় থাকবে এবং নির্বাচনী মাঠে বিএনপির অবস্থান আরও শক্তিশালী হবে।
মানববন্ধনে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ জনগণ এক কণ্ঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে ব্রাহ্মণবাড়িয়া-০১ (নাসিরনগর) আসনের ধানের শীষের মনোনয়ন পরিবর্তনের জোড়ালো ও চূড়ান্ত দাবি জানিয়ে কর্মসূচি শেষ করেন।
