নিজস্ব প্রতিবেদক : ব্র্যাক ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন তারেক রেফাত উল্লাহ খান। ব্যাংকের পরিচালনা পর্ষদ তাকে এই নিয়োগ দেয় বলে গতকাল মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চলতি বছরের ২৭ মে থেকে তিনি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। উদ্ভাবন, ব্যবসায়িক প্রবৃদ্ধিতে অবদানের স্বীকৃতি হিসেবে চলতি এপ্রিলে তিনি অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং পদে পদোন্নতি পান।
ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান বলেন, ‘ব্যাংকের এই পদের জন্য তারেক রেফাত উল্লাহ খানই আদর্শ নেতৃত্ব। ব্যাংকটির প্রবৃদ্ধিতে তিনি নেতৃত্ব দেবেন।’
এর আগে তারেক রেফাত উল্লাহ ইস্টার্ন ব্যাংক, এবি ব্যাংক এবং আইএফআইসি ব্যাংকে বিভিন্ন পদে কর্মরত ছিলেন।

Discussion about this post