Print Date & Time : 16 November 2025 Sunday 11:41 pm

ব্র্যাক ব্যাংকের ডিজিটাল লোন ‘সাফল্য’ পাবেন এমহাদি সাপোর্ট সার্ভিসের কর্মীরা

শেয়ার বিজ ডেস্ক : সুবিধা অ্যাপের মাধ্যমে এমহাদি সাপোর্ট সার্ভিসেস লিমিটেডের কর্মীদের ডিজিটাল লোন সুবিধা ‘সাফল্য’ দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।

এই উদ্যোগের আওতায় প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় উপেক্ষিত ড্রাইবার ও অপারেশনাল কর্মীদের মতো পরিষেবা কর্মীরা ব্র্যাক ব্যাংকের ইনস্ট্যান্ট ডিজিটাল লোন সুবিধা উপভোগ করতে পারবেন। এই সহযোগিতা অর্থায়ন সুবিধা আরও সহজ, দ্রুত, নিরাপদ ও ঝামেলাহীন করার মাধ্যমে কর্মীদের ক্ষমতায়ন করবে।
ঢাকায় অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং এমহাদি সাপোর্ট সার্ভিসেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও আরিকুল ইসলাম। এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই চুক্তির বিষয়ে সৈয়দ আব্দুল মোমেন বলেন, “এই চুক্তিটি ব্র্যাক ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের ব্যাপারে ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন। আমাদের ডিজিটাল লোন প্রোগ্রাম ‘সাফল্য’ আর্থিক সেবার বাইরে থাকা সেসব উপেক্ষিত মানুষদের জন্য,যারা দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে অসামান্য অবদান রাখছেন।আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ঋণপ্রাপ্তি কোনো বিশেষ সুবিধা নয়, বরং এটি একটি অধিকার।ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে আমরা এই সুবিধা আরও সহজলভ্য করছি।”

আরিকুল ইসলাম বলেন, “এমহাদি সাপোর্ট সার্ভিসেস কর্মীদের কল্যাণে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। ব্র্যাক ব্যাংকের সঙ্গে এই সহযোগিতা আমাদের কর্মীদের জন্য আরও সহজ ও নিরাপদ ঋণসুবিধা নিশ্চিত করবে।আমাদের এই উদ্যোগ কর্মীদের আর্থিক স্থিতিশীলতা ও সার্বিক জীবনমান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

এই অংশীদারিত্ব প্রযুক্তিনির্ভর সল্যুশনের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের চলমান প্রচেষ্টার অংশ। দেশের প্রতিটি পরিশ্রমী মানুষের কাছে আনুষ্ঠানিক ব্যাংকিং সেবা পৌঁছে দিয়ে তাঁদের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে ব্যাংকটি নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক পিএলসি ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘ব্র্যাক ব্যাংক’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ২৯৮টি শাখা ও উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ১,১২১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং দশ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। বিশ লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২৪ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।

এস এস/