Print Date & Time : 15 January 2026 Thursday 8:29 am

ব্র্যাক ব্যাংকের ডিজিটাল এসএমই লোন ‘সাফল্য’ পাবে মেডবক্স–সংযুক্ত ফার্মেসি উদ্যোক্তারা

নিজস্ব প্রতিবেদক: মেডবক্স সল্যুশন লিমিটেডের সঙ্গে যুক্ত ফার্মেসিগুলোকে ডিজিটাল এসএমই লোন ‘সাফল্য’ প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। এ উদ্যোগের ফলে ফার্মাসিউটিক্যাল ব্যবসা ইকোসিস্টেমের একটি গুরুত্বপূর্ণ খাত আনুষ্ঠানিক অর্থায়ন সুবিধার আওতায় আসবে।

মেডবক্স সল্যুশন লিমিটেড বাংলাদেশে একটি ইন্টিগ্রেটেড বি-টু-বি মেডিসিন ডিস্ট্রিবিউশন চেইন সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠান। চুক্তির আওতায় মেডবক্সের সঙ্গে যুক্ত ফার্মেসিগুলো ব্র্যাক ব্যাংকের ‘সুবিধা’ অ্যাপের মাধ্যমে ইনস্ট্যান্ট ডিজিটাল এসএমই লোন ‘সাফল্য’ গ্রহণ করতে পারবে, যা তাদের ওয়ার্কিং ক্যাপিটাল চাহিদা পূরণে সহায়ক হবে।

উল্লেখ্য, ‘সাফল্য’ দেশের প্রথম ইনস্ট্যান্ট এসএমই লোন, যেখানে উদ্যোক্তারা কোনো ধরনের কাগজপত্র ও দীর্ঘ অনুমোদন প্রক্রিয়া ছাড়াই দ্রুত ও ঝামেলাহীনভাবে ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন।

এই উদ্যোগের মাধ্যমে ছোট ফার্মেসিগুলোর অর্থায়নসংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে। একইসঙ্গে উন্নত মজুদ ব্যবস্থাপনা, দৈনন্দিন কার্যক্রমে গতি এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পাশাপাশি দেশের তৃণমূল পর্যায়ে ওষুধ সরবরাহ ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।

গত ২২ ডিসেম্বর ২০২৫ ঢাকায় ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং মেডবক্স সল্যুশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কাজী আশিকুর রাসুল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সৈয়দ আব্দুল মোমেন বলেন, ‘সাফল্য লোনের মাধ্যমে ব্র্যাক ব্যাংক এসএমই অর্থায়নকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। এই চুক্তির মাধ্যমে দেশের প্রথম ডিজিটাল ইনস্ট্যান্ট এসএমই লোন সুবিধা ফার্মেসি উদ্যোক্তাদের কাছে পৌঁছে যাচ্ছে। উদ্ভাবনী ফাইন্যান্সিয়াল সল্যুশনের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করার প্রতিশ্রুতিরই এটি প্রতিফলন।’

মেডবক্স সল্যুশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কাজী আশিকুর রাসুল বলেন, ‘এই সহযোগিতার ফলে আমাদের সঙ্গে যুক্ত ফার্মেসিগুলো প্রয়োজন অনুযায়ী ওয়ার্কিং ক্যাপিটাল সুবিধা পাবে। আমরা বিশ্বাস করি, এটি তাদের পরিচালন দক্ষতা, মজুদ ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

ডিজিটাল উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। প্রযুক্তিনির্ভর অর্থায়ন সুবিধার মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক খাতে ইতিবাচক প্রভাব সৃষ্টিতে ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ।