ফারুক রহমান, সাতক্ষীরা : ভারত থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হলেও স্থানীয় বাজারে প্রভাব নেই। দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর পুনরায় চাল আমদানি শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে। ভারত থেকে চাল আমদানিতে ব্যবসায়ীদের আগ্রহ বাড়ছে, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে ভারতীয় চাল আমদানির পরও কোনো প্রভাব পড়েনি সাতক্ষীরার স্থানীয় খুচরা বা পাইকারি চাল বাজারে।
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা রাসেল হোসেন জানান, গত অর্থবছরের ১৫ ফেব্রুয়ারি থেকে এই বন্দরে চাল আমদানি বন্ধ হয়ে যায়। চার মাস পর ১৯ আগস্ট থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে পুনরায় চাল আমদানি শুরু হয়েছে। প্রথম দিন দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ী এই বন্দর দিয়ে ৯৬০ টন চাল আমদানি করেছেন। চাল আমদানিতে ব্যবসায়ীরা আগ্রহী। পর্যায়ক্রমে বেশি পরিমাণ চাল আমদানি হবে।
বন্দর সংশ্লিষ্ট আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্টস ও
ব্যবসায়ীরা জানিয়েছেন, ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের
ঘোজাডাঙ্গা এলাকায় চাল বোঝাই অনেক ট্রাক বাংলাদেশে ঢোকার অপেক্ষায় আছে।
এদিকে ভোমরা স্থলবন্দর দিয়ে চাল আমদানি পুনরায় শুরু হলেও তার কোনো প্রভাব পড়েনি সাতক্ষীরার স্থানীয় চালের বাজারে।
সদর উপজেলার ধুলিহর বাজারের পাইকারি চাল ব্যবসায়ী রবিউল হাসান জানান, শুক্রবার স্থানীয় খুচরা বাজারে মিনিকেট প্রতি কেজি ৬৮ টাকা, আটাশ প্রতি কেজি ৬২ টাকা ও মোটা চাল ৫২ টাকা দরে বিক্রি করেন। গত এক থেকে দেড় মাস একই দরে বিক্রি হচ্ছে। ভোমরা স্থলবন্দর
দিয়ে চাল আমদানি শুরু হওয়ায় তার কোনো প্রভাব স্থানীয় চালের বাজারে পড়েনি।
শহরের সুলতানপুর বড়বাজারের কয়েকজন খুচরা চাল ব্যবসায়ী বলেন, ভোমরা বন্দর দিয়ে ভারতীয় চাল আমদানি শুরু হলেও জেলার পাইকারি চালের বাজারে দামে কোনো প্রভাব পড়েনি।
কদমতলা বাজারে ক্রেতা দিনমজুর আলী হোসেন জানান, তিনি দুই দিন পরপর পরিবারের জন্য মধ্য মানের (দামের) চাল খুচরা বাজার থেকে কেনেন। শুনেছেন ভারত থেকে চাল আসছে। কিন্তু এখনও আগের দামেই সব চাল বিক্রি হচ্ছে। চাল আমদানি শুরু হলেও এখানকার বাজারে দামের কোনো প্রভাব পড়েনি।
জেলা কৃষি বিপণন কর্মকর্তা এস এম আব্দুল্লাহ জানান, শিগগিরই স্থানীয় বাজারে চালের দাম কমে যাবে।

Print Date & Time : 26 August 2025 Tuesday 12:41 pm
ভারতীয় ভোমরা দিয়ে চাল আমদানি শুরু
অর্থ ও বাণিজ্য,পত্রিকা,শেষ পাতা ♦ প্রকাশ: