শেয়ার বিজ ডেস্ক : ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে এক দিনে বজ্রপাতে ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্যটির নালন্দা জেলায়। গত বৃহস্পতিবার এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিহার রাজ্যে গত ২৪ ঘণ্টায় বজ্রপাতে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তর এ তথ্য জানিয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি পাঁচজনের মৃত্যু হয়েছে নালন্দা জেলায়। এরপর ভৈরালি জেলায় চারজন, পাটনা ও বাঁকা জেলায় দুজন করে এবং শেখপুরা, নওয়াদা, জেহানাবাদ, আওরঙ্গাবাদ, জামুই ও সমস্তিপুর জেলায় একজন করে মারা গেছেন।
মৃতদের পরিবারের প্রতি শোক জানিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নিহত প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে তিনি খারাপ আবহাওয়ার সময় সবাইকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে বিহারে বজ্রপাতের আশঙ্কা বেশি থাকায় জনসাধারণকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, শুধু ২০২৪ সালেই বিহারে বজ্রপাতে অন্তত ২৪৩ জনের মৃত্যু হয়েছে। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ২৭৫। বিহারসহ ভারতের পূর্বাঞ্চল বর্ষাকালে প্রায় প্রতিবছরই ভয়াবহ বন্যা ও দুর্যোগের মুখোমুখি হয়। এতে বহু মানুষের মৃত্যু হয় এবং লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে।
সরকারি পর্যায়ে কিছু পদক্ষেপ নেয়া হলেও স্থানীয় পর্যায়ে সচেতনতা ও নিরাপদ আশ্রয়ের অভাবে প্রতিবছরই বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ।
সামগ্রিকভাবে বিহারসহ ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় প্রতি বছরই প্রবল বৃষ্টি ও বন্যা দেখা দেয়। এতে অনেক মানুষ মারা যান এবং হাজারো মানুষ বর্ষা মৌসুমে বাড়ি ছেড়ে নিরাপদ অবস্থানে চলে যেতে বাধ্য হন।