নিজস্ব প্রতিবেদক : দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দ্বিতীয় চালানে ভারতে গেল ২৬ দশমিক ৩৫ মেট্রিক টন ইলিশ মাছ। ১২ দশমিক ৫০ ডলার কেজিতে এই ইলিশ রপ্তানি করা হয়েছে, যা বাংলাদেশি টাকায় এক হাজার ৫২৫ টাকা।
এর মধ্যে গত মঙ্গলবার রাতে ৩৭ হাজার ৪৬০ কেজি এবং বৃহস্পতিবার সন্ধ্যায় ২৬ হাজার ৩৫৮ কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়। এ নিয়ে গত দুই দিনে ৬৩ টন রপ্তানি হলো।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, বেনাপোল স্থলবন্দর দিয়ে গত মঙ্গলবার সাতটি ট্রাকে ৩৭ হাজার ৪৬০ কেজি ও বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টি ট্রাকে ২৬ হাজার ৩৫৮ কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়। এ নিয়ে দুই দিনে ভারতে ইলিশ রপ্তানি হলো ৬৩ টন ৮১৮ কেজি। দেশের বিভিন্ন বন্দর দিয়ে মোট এক হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয়া হয়েছে। তবে রপ্তানিকারকদের আগামী ৫ অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। এজন্য দ্রুত মাছগুলো পাঠিয়ে দেয়া হচ্ছে।
দুর্গাপূজা ঘিরে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেয়। এবার রপ্তানির অনুমতি পেয়েছে ৩৭টি প্রতিষ্ঠান। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠানকে ৩০ টন করে ৭৫০ টন, ৯টি প্রতিষ্ঠানকে ৪০ টন করে ৩৬০ টন এবং দুটি প্রতিষ্ঠানকে ২০ টন করে ৪০ টন রপ্তানির অনুমোদন দেয়া হয়।
বেনাপোল মৎস্য কোয়ারেন্টাইন অফিসার সজীব সাহা জানান, এবার দুর্গাপূজায় ৩৭টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ১ হাজার ২০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। তারই আলোকে মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিয়েছে ১৬ সেপ্টেম্বর থেকে আগামী ৫ অক্টোবরের মধ্যে অনুমোদনকৃত ইলিশ রপ্তানি শেষ করতে হবে। ১২ দশমিক ৫০ ডলার কেজিতে এই ইলিশ রপ্তানি করা হয়েছে, যা বাংলাদেশি টাকায় ১ হাজার ৫২৫ টাকা।
অথচ এদিন যশোর শহরের মাছের আড়তে ৫০০ থেকে ৬০০ গ্রাম আকারের প্রতি কেজি ইলিশ মাছ ১ হাজার ৪৫০ থেকে ১ হাজার ৫৫০ টাকায় পাইকারি বেচাকেনা হয়েছে। খুচরা বাজারে সেই ইলিশ কেজিতে ৫০ থেকে ১০০ টাকা বেশি দরে ভোক্তাকে কিনতে হচ্ছে; অর্থাৎ দেশের খুচরা বাজারের দামের চেয়ে কম দামে ইলিশ ভারতে রপ্তানি হচ্ছে বলে জানালেন যশোর বড় বাজার মৎস্যজীবী আড়তদার সমিতির সাধারণ সম্পাদক শেখ পিয়ার মোহাম্মদ।

Print Date & Time : 20 September 2025 Saturday 6:47 am
ভারতে গেল আরও ২৬.৩৫ টন ইলিশ
অর্থ ও বাণিজ্য,পত্রিকা,শেষ পাতা ♦ প্রকাশ: