শেয়ার বিজ ডেস্ক : ভারতের গুজরাটের ভদোদরার পাদরা তালুকে গম্ভীরা-মুজপুর সেতুর একটি অংশ ভেঙে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় মহিসাগর (মাহি) নদীতে পড়ে যায় অন্তত চারটি গাড়ি। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই সময় সেতুটি দিয়ে দুটি ট্রাক, একটি বোলেরো এসইউভি (জিপের মতো বড় গাড়ি) ও একটি পিকআপ ভ্যান পার হচ্ছিল। হঠাৎ বিকট শব্দ করে সেতুর একটি অংশ ভেঙে পড়ে এবং গাড়িগুলো নদীতে তলিয়ে যায়।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়রাও তাতে যোগ দেন। এখন পর্যন্ত তিনজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই এলাকাটি ঘিরে ফেলে প্রশাসন। শুরু হয়েছে ঘটনার কারণ অনুসন্ধান।
স্থানীয়দের অভিযোগ, গম্ভীরা সেতুটি বহুদিন ধরে অবহেলায় ছিল। এই সেতু মধ্য গুজরাটের আনন্দ, ভদোদরা, ভরুচ ও অঙ্কলেশ্বরের যাত্রী ও পণ্য পরিবহনের অন্যতম প্রধান পথ হলেও দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে ঝুঁকিপূর্ণ ছিল।
একজন বাসিন্দা জানান, সেতুটি শুধু দুর্ঘটনার জন্যই নয়, আত্মঘাতী হিসেবেও কুখ্যাত ছিল। আমরা অনেকবার জানালেও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি।
ঘটনার পর কংগ্রেস নেতা অমিত চাভদা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, আনন্দ ও ভদোদরা জেলার মধ্যে সংযোগকারী গম্ভীরা সেতু ধসে পড়েছে। বহু গাড়ি নদীতে পড়ে গেছে, বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করতে হবে এবং বিকল্প যাতায়াত ব্যবস্থা নিতে হবে।
ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা এখনো নদীতে তল্লাশি চালাচ্ছেন। দুর্ঘটনায় পড়া যানবাহন উদ্ধারে আনা হয়েছে ক্রেন। প্রশাসন জানিয়েছে, এ ঘটনার পর ওই অঞ্চলের অনুরূপ সেতুগুলোর কারিগরি পরিদর্শন ও নিরাপত্তা নিরীক্ষা (সেফটি অডিট) শুরু করা হবে।

Discussion about this post