শেয়ার বিজ ডেস্ক : ভারত বিশ্বে ক্রিকেটের সবচেয়ে বড় বাজার। তাই দেশটির বিপক্ষে সিরিজ খেলতে মুখিয়ে থাকে অন্য সব দেশ। তাদের বিপক্ষে খেললে আয়ের একটা বড় উপলক্ষ্য তৈরি হয়। বাংলাদেশেরও আসন্ন ভারত সিরিজ নিয়ে অনেক পরিকল্পনা ছিল। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সেই সিরিজটি এখন অনিশ্চয়তায় পড়েছে।
ভারতঘেঁষা আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের বিপক্ষে ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে ‘শত্রুভাবাপন্ন’ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ভারত। এবার ক্রীড়াক্ষেত্রেও তার আঁচ লাগছে। বাংলাদেশের বিপক্ষে আগস্টে অনুষ্ঠিতব্য সিরিজ বাতিলের ভাবনা তারই অংশ।
যদি সিরিজটি শেষ পর্যন্ত বাতিল হয়েই যায়, তাহলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূত্র জানায়, এফটিপিতে ভারতের বিপক্ষে সিরিজ থাকায় বিসিবির পরিকল্পনা ছিল ২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত মিডিয়া স্বত্ব একসঙ্গে বিক্রি করার। বড় দলের উপস্থিতির কারণে সেই প্যাকেজে উচ্চমূল্যের আশা করেছিল তারা। কিন্তু ভারত না এলে ওই প্যাকেজের আকর্ষণ অনেকটাই কমে যায়।
ফলে এখন বিকল্প পরিকল্পনায় যাচ্ছে বিসিবি। জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের হোম টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। আপাতত ওই সিরিজটির জন্য আলাদাভাবে মিডিয়া স্বত্ব বিক্রি করা হচ্ছে।
মিডিয়া স্বত্ব বিক্রি প্রসঙ্গে বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘আমরা বাজার গবেষণা করতে সময় নেব। তাড়াহুড়োর কিছু নেই। আমরা ভিন্ন ভিন্ন সিরিজের জন্য ভিন্ন ভিন্ন চুক্তি করতে পারি।’
ভারতীয় একটি সম্প্রচার সংস্থা ক্রিকবাজকে জানিয়েছে, ‘তারা (বিসিবি) জানিয়েছে, আপাতত ভারত সিরিজ হচ্ছে না। মিডিয়া স্বত্বের বিজ্ঞপ্তি দিলেও টেন্ডার আহ্বানপত্র গ্রহণ করছে না। আপাতত পাকিস্তান সিরিজের মিডিয়া স্বত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।’
আরআর/

Discussion about this post