Print Date & Time : 17 November 2025 Monday 1:18 am

ভারত হারল ৯৩ রানে অলআউট হয়ে

শেয়ার বিজ ডেস্ক : শঙ্কাটা মধ্যাহ্ন বিরতির আগেই মাথাচাড়া দিয়ে উঠেছিল। ১০ রানে ২ উইকেট হারিয়ে ভারত প্রমাদ গুণছিল গেল বছর নিউজিল্যান্ড সিরিজের পুনরাবৃত্তির। শেষমেশ দক্ষিণ আফ্রিকা তাই করল। ভারতকে তাদেরই বিষে নীল করল রীতিমতো। সাইমন হারমার, কেশভ মহারাজদের স্পিনের ফাঁদে পড়ে ৯৩ রানে অলআউট হলো ভারত। আর তাতে মোটে ১২৩ রানের পুঁজি নিয়ে দক্ষিণ আফ্রিকা জিতল ৩০ রানের ‘বিশাল’ ব্যবধানে।

অধিনায়ক শুবমান গিল আগেই ছিটকে গিয়েছিলেন ম্যাচ থেকে। ঘাড়ের ব্যথায় তিনি এখন আছেন হাসপাতালে। তাকে ছাড়াই ১২৪ রান তাড়া করতে নেমেছিল ভারত। তবে শুরুটা ভালো হয়নি। দুই ওপেনার ফিরে গিয়েছিলেন দলীয় ২ রানে। মার্কো ইয়ানসেনের বাড়তি গতিতে পরাস্ত হন যশস্বী জয়সওয়াল আর লোকেশ রাহুল।

পরের কাজটা সেরেছেন স্পিনাররা। সাইমন হারমার নিয়েছেন ৪ উইকেট, দুটো উইকেট গেছে কেশভ মহারাজের দখলে, আর একটা উইকেট নিয়েছেন এইডেন মার্করাম।

স্পিন উৎসবের শুরুটা হয়েছে ধ্রুব জুরেলের বিদায় দিয়ে। হারমারের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দেন তিনি। ঋষভ পান্ত ফিরতি ক্যাচ দেন তাকে। রবীন্দ্র জাদেজা একটা চেষ্টা করেছিলেন, তবে হারমারের শিকার হয়ে বিদায় নেন তিনিও।

এক পাশে দাঁড়িয়ে সতীর্থদের আসা যাওয়া দেখছিলেন তিনে নামা ওয়াশিংটন সুন্দর। তবে তার ইনিংসের ইতি ঘটে মার্করামের শিকার বনে।

উইকেট পড়ে যাচ্ছে দেখে প্রতি আক্রমণ করতে চেয়েছিলেন অক্ষর পাটেল। কেশভ মহারাজের বলে দুই ছক্কা আর এক চার মেরে বসেছিলেন। তবে সেই ওভারেই তিনি বিদায় নেন টেম্বা বাভুমার হাতে ক্যাচ নিয়ে। পরের বলে মোহাম্মদ সিরাজ ক্যাচ দেন স্লিপে। আর তাতেই দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত হয়ে যায়।

এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা তুলেছিল মোটে ১৫৯ রান, যশপ্রীত বুমরাহ নিয়েছিলেন ৫ উইকেট। জবাবে ভারত লিড নিতে পারে মোটে ৩০ রানের। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ১৫৩ রান তুললে ভারতের সামনে ১২৪ রানের লক্ষ্য দাঁড়ায়।

তৃতীয় ইনিংস শেষে লক্ষ্যটাকে ছোটই মনে হচ্ছিল স্বাগতিকদের সামনে। তবে সেটাও তারা তাড়া করতে পারল না, ৯৩ রানে অলআউট হয়ে তারা ম্যাচটা হারল ৩০ রানে। এর ফলে দেশের মাটিতে শেষ চার টেস্টে হারের তেঁতো স্বাদ নিতে হলো ভারতকে।

এস এস/