শেয়ার বিজ ডেস্ক : বাংলাদেশের ডিজিটাল কানেক্টিভিটিকে আরও এগিয়ে নিতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ভিশন টেকনোলজিস লিমিটেড, টেলিকমিউনিকেশন ও প্রযুক্তি খাতের বৈশ্বিক প্রতিষ্ঠান জেডটিই কর্পোরেশনের সাথে একটি এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউশন চুক্তি স্বাক্ষর করেছে।
এই চুক্তির আওতায় ভিশন টেকনোলজিস লিমিটেড বাংলাদেশে জেডটিই-এর অফিসিয়াল ডিস্ট্রিউিটর হিসেবে কাজ করবে। এর মাধ্যমে গ্রাহকরা বাসা, অফিস, এন্টারপ্রাইজ ও ক্যাম্পাসে ব্যবহারের জন্য আধুনিক সব ধরনের ওয়াই-ফাই রাউটার এবং ডিজিটাল কেবল টিভি, স্যাটেলাইট টিভি, ডিটিএইচ, আইপিটিভি ও অ্যান্ড্রয়েড টিভির জন্য সব ধরনের সেট-টপ-বক্স পাবেন আরও সহজে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি ঢাকার মাছরাঙা টেলিভিশন সেন্টারে ভিশন টেকনোলজিস লিমিটেড-এর কর্পোরেট অফিসে অনুষ্ঠিত হয়। ভিশন টেকনোলজিস লিমিটেড-এর পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আব্দুল্লাহ আল জাবেদ এবং জেডটিই কর্পোরেশনের পক্ষে কমার্শিয়াল ডিরেক্টর জনাব চেন জিংবো চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ভিশন টেকনোলজিস লিমিটেড-এর চিফ অপারেটিং অফিসার জনাব আব্দুল্লাহ আল মামুন, মিডিয়াকম লিমিটেড-এর সিইও এবং মাছরাঙা টেলিভিশন-এর ইডি জনাব অজয় কুমার কুন্ডু, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর হেড অব লিগ্যাল অ্যাফেয়ার্স জনাব আলী ইমরান, জেডটিই বাংলাদেশ-এর কান্ট্রি সিইও জনাব মাও জুনইয়ং, জেডটিই-এর অ্যাকাউন্ট ডিরেক্টর জনাব ওয়েই রুলেই (রকি). জেডটিই-এর অ্যাকাউন্ট ডিরেক্টর জনাব ইসওয়াসি, জেডটিই-এর লিগ্যাল কাউন্সেল জনাব এ এফ এম মাফতুন আহমেদ। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজমেন্ট টিম এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভিশন টেকনোলজিস লিমিটেড-এর সিইও জনাব আব্দুল্লাহ আল জাবেদ বলেন, আমাদের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরীর দিকনির্দেশনায় ভিশন ও জেডটিই একসাথে বাংলাদেশের ঘরে ঘরে বিশ্বমানের প্রযুক্তি পৌঁছে দিবে। এটি আমাদের ‘ডিজিটাল ডিভাইড’ কমানো এবং সবার জন্য স্মার্ট, নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
চুক্তিটি ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নে বড় ভূমিকা রাখবে। এর মাধ্যমে পরবর্তী প্রজন্মের ইন্টারনেট ও বিনোদনের সুবিধা সবার কাছে আরও সহজে পৌঁছাবে। তাছাড়া শহর বা গ্রাম সব জায়গাতেই বাড়তে থাকা ডিজিটাল সুবিধার চাহিদা মেটাতে উভয় প্রতিষ্ঠান আরও ভালোভাবে কাজ করতে পারবে।
আরআর/

Discussion about this post