রূপন কুমার দাশ, চট্টগ্রাম : সড়কে কাজ না করা ঠিকাদারকে দিয়ে বিল দাখিলের চেষ্টার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার নগরের রহমতগঞ্জ এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) চট্টগ্রাম জেলা কার্যালয়ে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এর সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়।
সেখানে চট্টগ্রাম সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জাহেদ হোসাইনের কার্যালয়ে গিয়ে কাগজপত্র যাচাই করেন। তবে কার্যালয়ে সওজের নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কিংবা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না।
অভিযান শেষে সায়েদ আলম সাংবাদিকদের বলেন, নগরের অক্সিজেন মোড় থেকে হাটহাজারী পর্যন্ত এক কোটি টাকার কাজ টেন্ডার প্রক্রিয়ার আগেই এক ঠিকাদারকে দিয়ে করানো হয়। পরে টেন্ডারে অন্য ঠিকাদার কাজ পেলেও তাদের বিল জমা দিতে বলা হয়। তবে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বিলে সই করতে অস্বীকৃতি জানায়।
তিনি আরও বলেন, টেন্ডারে যারা কাজ পেয়েছেন, তাদের দিয়ে কাজ করানো হয়নি। বরং অন্য
প্রতিষ্ঠান দিয়ে আগেই কাজ করানো হয়েছে এবং তারা টাকা পেয়ে গেছে। অথচ যিনি টেন্ডারে কাজ পেয়েছেন তাকে জোর করে বিল সই করাতে চাপ দেয়া হয়েছে। তিনি রাজি না হওয়ায় বুধবার রাতে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে তাকে হুমকি দেয়া হয়। যে ঠিকাদার বিলে সই করতে অস্বীকৃতি জানিয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আরও কাগজপত্র চাওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়, গত ১৪ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফর উপলক্ষে অক্সিজেন থেকে হাটহাজারী বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কে সৌন্দর্যবর্ধন ও মেরামতের কাজটি করা হয়। তবে বিষয়টি নিয়ে সওজের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি।

Discussion about this post