Print Date & Time : 13 September 2025 Saturday 5:14 am

মঙ্গলবার দর পতনের শীর্ষ কোম্পানি প্রিমিয়ার লিজিং

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিসব মঙ্গলবার (০৮ জুলাই) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯১ টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে প্রিমিয়ার লিজিং এর।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২০ পয়সা বা ৬.৪৫ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডি ওয়েল্ডিং এর দর কমেছে আগের দিনের তুলনায় ৬০ পয়সা বা ৫.৮৩।

আর ২০ পয়সা বা ৫.৫৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফ্যামিলি টেক্স ৪.৩৫ শতাংশ,এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৪.০৮ শতাংশ, ডি বি এইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৩.৮৫ শতাংশ,তুং হাই নিটিং ৩.৮৫ শতাংশ,প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৩.৭৭ শতাংশ,ড্রাগন সোয়েটার ৩.৭৪‌ শতাংশ এবং শেপার্ড ইন্ডাস্ট্রিজ ৩.৭০ শতাংশ কমেছে।
—————————————–