Print Date & Time : 13 September 2025 Saturday 12:11 pm

মব জাস্টিস কোনভাবেই বরদাস্ত করা হবে না: রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক : মব জাস্টিস সরকার কোনভাবেই বরদাস্ত করবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (১২ জুলাই) সকালে সাভার উপজেলা পরিষদ মাঠে জেলা প্রশাসন আয়োজিত সাভারে এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় মব জাস্টিস প্রশ্নে উপদেষ্টা বলেন, এখন যে ঘটনাগুলো ঘটছে এগুলোর সাথে সরকার বা সরকারি কোন লোক জড়িত না। যেখানেই মবের ঘটনা ঘটছে, আমরা খবর পাচ্ছি সেখানেই আসামি গ্রেফতার করা হচ্ছে।

অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় একদিনে সাভারে এক লক্ষ বৃক্ষ রোপনের কর্মসূচি গ্রহণে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, বুড়িগঙ্গা রক্ষায় উদ্যোগ নিলেও সাহস করে অনেকেই এগিয়ে আসেন না।

উপদেষ্টা আরও বলেছেন, সাভারের আমিনবাজার ও মাতুয়াইলে সিটি কর্পোরেশনের ল্যান্ডফিল থেকে আবর্জনা পোড়ানো বন্ধ না হলে কখনোই ঢাকার বাতাস দূষণমুক্ত থাকবে না বরং দিন দিন তা বাড়তেই থাকবে। বৃক্ষরাজি কম থাকায় উষ্ণতা বেড়েছে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

সাভারের কর্ণপাড়া ও তুরাগ খাল রক্ষায় সরকার উদ্যোগ নিয়েছে বলেও জানান উপদেষ্টা। এছাড়াও সাভারের চামড়া শিল্প নগরীর কারণে দূষণের দরূণ এটি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) অধীনতা থেকে সরিয়ে নেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

পরে তিনি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা তুলে দেন। উপজেলা চত্বরে একটি গাছের চারা রোপণ করে এর উদ্বোধনও করেন।

জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুবকর সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকার বিভাগীয় কমিশনারশ সরফ উদ্দিন আহমদ।