শেয়ার বিজ ডেস্ক : গত ২১ জুলাই ২০২৫ তারিখ দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়ে কোমলমতি শিশুদের হতাহতের ঘটনায় জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম গভীরভাবে শোকাহত এবং উদ্বিগ্ন। এতগুলো শিশুর লাশ, যা বাংলাদেশ আগে কখনও দেখেনি, জাতি হিসেবে আমাদের মেনে নেওয়া খুবই দুঃসহ। গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেবিমান বিধ্বস্তের ঘটনায় ২৩ জুলাই দুপুর পর্যন্ত শিশুসহ মোট ৩২ জন নিহত ও ১৬৫ জন আহত হয়েছেন। ফোরাম নিহত ব্যক্তিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ দগ্ধ হয়ে মূমুর্ষু অবস্থায় যাঁরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাঁদের দ্রুত সুস্থতা কামনা করছে।
কোন দুর্ঘটনাই আগাম বার্তা দিয়ে আসেনা। তবে ফোরাম মনে করে,এ ধরনের দুর্ঘটনার বিপরীতে ফলপ্রসূ পরিকল্পনা গ্রহন করে ঝুঁকি কমানো সম্ভব।বিদ্যালয় হচ্ছে শিশুদের জন্য সর্বোচ্চ নিরাপদ স্থান এবং অভিভাবকদের ভরসার স্থল। সেখানে স্কুল ক্যা¤পাসে কোমলমতি শিক্ষার্থীদের এমন মর্মান্তিক মৃত্যু ও বিভৎস্য হতাহতের ঘটনায় ফোরাম গভীরভাবে উদগ্রীব। এ দুর্ঘটনা শুধু শিশুদের পরিবারেই নয়, পুরো জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। সম্ভাবনাময় সন্তানদের হারিয়ে জাতি গভীর শূন্যতায় পড়েছে। প্রতিটি শিশুর সাথে জড়িত রয়েছে এক একটি পরিবার এবং সমগ্র জাতীর স্বপ্ন ও সম্ভাবনা।
বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে ফোরাম গভীরভাবে লক্ষ করছে যে, নিহত ও আহত শিশু এবং ব্যক্তিবর্গের সংখ্যা সঠিকভাবে উপস্থাপন করা হচ্ছেনা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তার ঘটনায় ফোরামের আহ্বান-
-নিহত শিশু ও ব্যক্তিদের সঠিক সংখ্যা ও পরিচয় প্রকাশ করা;
-আহত শিশু ব্যক্তিদের নির্ভুল তালিকা প্রকাশ করা;
-দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা;
-ক্ষতিগ্রস্ত শিশুদের দীর্ঘমেয়াদে শারীরিক, মানসিক ও আর্থিক সহযোগিতা প্রদান, একইসাথে সুচিকিৎসা নিশ্চিত করা, প্রয়োজনমাফিক দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা করা;
-জনবহুল এলাকায় যেকোনো ঝুঁকিপূর্ন কার্যক্রম গ্রহণকালে সম্ভাব্য পরিণতি বিষয়েদায়িত্বশীল চিন্তা করা;
-বিমান চালানোর প্রশিক্ষণের সময় দুর্ঘটনার আশঙ্কা থাকবেই, এধরণের প্রশিক্ষণ লোকালয়কেন্দ্রিক ব্যবস্থা না করা;
-সরকারি পর্যায় থেকে আগামী ০২ দিনের মধ্যে কমিটি গঠনের মাধ্যমে হতাহত-নিখোঁজদের তালিকা তৈরির কাজ স¤পন্ন এবং প্রকাশ করা।
সর্বোপরি, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম সর্বঅবস্থায় শিশুদের নিরাপত্তা নিশ্চিত ও অগ্রাধিকার প্রদানের জন্য সরকারকেআহ্বান জানাচ্ছে।
আরআর/

Discussion about this post