শেয়ার বিজ ডেস্ক : ধুলো-বালি, প্রখর রোদের প্রকোপ, আর দূষণের জন্য মুখের ত্বকে দাগ তৈরি হতে পারে। দেখা দিতে পারে পিগমেন্টেশন বা ব্রণ। মুখের ত্বকের দাগছোপ দূর করার সহজ উপায় আছে। একটি উপকরণ ব্যবহার করে আপনি মুখের দাগছোপ দূর করতে পারেন। সেই উপকরণটি হলো আলু।
আলুতে থাকে ক্যাটেকোলেজ নামক একধরনের উপাদান, যা ত্বক উজ্জ্বল করতে এবং রোদে পোড়াভাব দূর করতে সাহায্য করে। কখনো কখনো মেছতার কঠিন দাগও দূর করতে পারে আলু।
খোসা ছাড়ানো আলু একটু মোটা করে টুকরো করে নিতে হবে। টুকরোগুলো সরাসরি পানিতে না ধুয়ে আলু কাটার আগেই ধুয়ে নেয়া ভালো। এবার হালকা ভেজা ত্বকে আলুর টুকরোগুলো চক্রাকারে ঘষতে হবে। মনে রাখতে হবে, খুব জোরে ঘষা যাবে না।
এক মাস প্রতিদিন দুবার এ পদ্ধতিতে আলু ব্যবহার করলে দাগছোপ চলে যাবে। মাঝেমধ্যে এর সঙ্গে লেবুর রসও ব্যবহার করা যেতে পারে। তবে সরাসরি মাঠের আলু ব্যবহার করতে পারলে দ্রুত কাজ হবে।
ত্বকের গভীর দাগ দূর করতে এই নিয়ম কার্যকর নাও হতে পারে। মুখের ত্বকের দাগ যদি গভীর হয় তাহলে দুই টেবির চামচ মুলতানি মাটি ও সমপরিমাণ টক দইয়ের সঙ্গে গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। মুলতানি মাটি ত্বকের প্রদাহ কমিয়ে দাগ হালকা করতে সাহায্য করে।
এস এস/
প্রিন্ট করুন









Discussion about this post