শেয়ার বিজ ডেস্ক : মার্কিন মুদ্রাস্ফীতির তথ্য প্রত্যাশা অনুযায়ী প্রকাশিত হওয়ায় বৃহস্পতিবার বিশ্বব্যাপী শেয়ার বাজারে দর বৃদ্ধি পেয়েছে, যা আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনাকে আরও প্রত্যাশা অনুযায়ী সুদের হার অপরিবর্তিত রেখেছে। তবে এ বছর ইউরোজোনের প্রবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির পূর্বাভাস বাড়িয়েছে। খবর- এএফপি।
মার্কিন শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আগস্টে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) বেড়ে ২ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে। এটি বিশ্লেষকদের পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং ফেডারেল রিজার্ভকে(ফেড) সুদের হার কমানো থেকে বিরত রাখবে বলে মনে হচ্ছে না।
যদিও মুদ্রাস্ফীতি ফেডের ২ শতাংশ লক্ষ্যমাত্রার ওপরে। সাম্প্রতিক দুর্বল কর্মসংস্থান তথ্য মুদ্রানীতি শিথিলের সম্ভাবনা বাড়িয়েছে। আগস্টে মাত্র ২২ হাজার নতুন চাকরি যোগ হয়েছে, যা প্রত্যাশার চেয়ে অনেক কম।
বৃহস্পতিবার প্রকাশিত পৃথক তথ্যে দেখা গেছে, বেকার ভাতার জন্য প্রাথমিক দাবি গত সপ্তাহে ২৭,০০০ বেড়ে ২৬৩,০০০ এ পৌঁছেছে, যা ২০২১ সালের অক্টোবরের পর সর্বোচ্চ।
বি. রিলে ওয়েলথ ম্যানেজমেন্টের আর্ট হোগান বলেন, আজকের মূল খবর হচ্ছে সাপ্তাহিক বেকারত্বের দাবিগুলো। তাই তিনি আশা করছেন, ফেড বছরের শেষে সুদের হার ৭৫ বেসিস পয়েন্ট কমাবে।
হোগান আরও বলেন, এটি শুধু আরও প্রমাণ করে যে, আমরা শ্রম বাজারে দুর্বলতা লক্ষ্য করছি। তাই স্পষ্ট যে, ফেডের পূর্ণ কর্মসংস্থান নীতি এখন কেন্দ্রবিন্দুতে রয়েছে।
গত মাসে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশটিতে উৎপাদক পণ্যের দাম কমে যাওয়ায় সরকারি পরিসংখ্যান বিশ্লেষকদের আশ্বস্ত করতে সাহায্য করেছে যে, ভোক্তা মূল্যের ওপর শুল্কের মুদ্রাস্ফীতির প্রভাব সামান্য এবং স্বল্পমেয়াদি হবে।
এক্সটিবি গবেষণা পরিচালক ক্যাথলিন ব্রুকস বলেন, যদিও ২ দশমিক ৯ শতাংশ সিপিআই হার একেবারে খারাপ নয়, তবে সিপিআই রিপোর্টে শুল্ক থেকে ফিড-থ্রু না পাওয়া ফেডের মুদ্রাস্ফীতির ভবিষ্যৎ পথ সম্পর্কে উদ্বেগ কমাতে পারে।
তিনি আরও বলেন, এই প্রতিবেদনের পরে, ডলার ১৮০ ডিগ্রি ঘুরে দাঁড়িয়েছে এবং সর্বত্র কম। মার্কিন সরকারের বন্ডের আয়ও কমেছে।
ওয়াল স্ট্রিটের তিনটি প্রধান সূচকই নতুন রেকর্ডে বন্ধ হয়েছে। ইসিবির সুদ হারের সিদ্ধান্তের পর ইউরোপীয় স্টকগুলোও লাভ ধরে রেখেছে। ব্যাংক এখন আশা করছে যে, এই বছর ইউরোজোনের অর্থনীতি ১ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পাবে, যা শূন্য দশমিক ৯ শতাংশ সম্প্রসারণের পূর্বাভাসের চেয়ে বেশি এবং মুদ্রাস্ফীতি ২ দশমিক ১ শতাংশে আসবে।
এশিয়ার প্রযুক্তি বিনিয়োগ কোম্পানি সফটব্যাংকের শেয়ারের ১০ শতাংশ বৃদ্ধির কারণে টোকিও শেয়ারবাজার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। তবে গত বৃহস্পতিবার তেলের দাম কমেছে, কারণ প্রচুর কাঁচা তেলের সরবরাহ এই সপ্তাহে মধ্যপ্রাচ্য ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি মোকাবিলায় সহায়তা করেছে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বৃহস্পতিবার জানিয়েছে, আগস্টে বৈশ্বিক তেল সরবরাহ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ওপেক+ এবং অন্যান্য দেশ উৎপাদন বাড়ানোর ফলে আসন্ন উদ্বৃত্ত সরবরাহ তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করছে।

Discussion about this post