Print Date & Time : 10 September 2025 Wednesday 11:43 am

মার্কিন শুল্ক আলোচনার দরজা এখনও খোলা : বাণিজ্য সচিব

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত মার্কিন শুল্ক নিয়ে আলোচনার দরজা এখনও খোলা আছে এবং আলোচনা থেকে আরও ভালো ফল পাওয়ার আশা করছেন বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

সচিবালয়ে অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির দুটি পৃথক
বৈঠকে অংশগ্রহণ শেষে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ বাণিজ্য ঘাটতি কমাতে গম, সয়াবিন এবং বিমানসহ বিভিন্ন মার্কিন পণ্যের ওপর ছাড় দেয়ার প্রস্তাব করেছে। সে অনুযায়ী, বাংলাদেশ আরও বোয়িং বিমান কিনবে এবং তুলা আমদানি বৃদ্ধি করবে। বাংলাদেশ সরকার খাদ্যশস্য ক্রয়েও আমেরিকাকে গুরুত্ব দেবে। এ বিষয়গুলোয় ছাড় দেয়া বা গ্রহণ করার ক্ষেত্রে কোনো বাধা নেই।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে একটি চিঠি পাঠিয়ে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

চিঠিতে ট্রাম্প বলেছেন, আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক কার্যকর হবে।

তবে তিনি দ্বিপক্ষীয় শুল্ক আলোচনার দরজাও খোলা রেখেছেন এবং চিঠির কিছু অংশ পুনর্বিবেচনা করা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন।