শেয়ার বিজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নতুন আরোপ করা শুল্কের হুমকি রীতিমতো উপেক্ষা করেছে ভারত। রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার বলেছেন, ‘দেশের জনগণের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তারা অঙ্গীকারবদ্ধ। তাই যেখান থেকে সেরা দামে তেল পাবে, সেখান থেকেই কিনবে ভারত। খবর: বিবিসি।
বিনয় কুমার আরও বলেছেন, ‘ভারতের বাণিজ্য বাজারের বাস্তবতায় নির্ধারিত হয়।’ এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত দ্বিতীয় পর্যায়ের শুল্ক ‘অন্যায্য ও অগ্রহণযোগ্য’ বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ভারতের ওপর ট্রাম্প প্রশাসনের আরোপ করতে যাওয়া ৫০ শতাংশ শুল্ক সম্পর্কে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, এই পদক্ষেপের লক্ষ্য রাশিয়ার ওপর চাপ বাড়িয়ে ইউক্রেন যুদ্ধ থামানো। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাল্টা মন্তব্য করে বলেছেন, পুরোদস্তুর ব্যবসায়ী মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের অন্যদের ব্যবসা করার বিষয়ে অভিযোগ তোলা হাস্যকর।
যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের পণ্য প্রবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা ৫০ শতাংশ শুল্ক আগামীকাল বুধবারের পর থেকে কার্যকর হওয়ার কথা। এ অবস্থায় তা কমানো নিয়ে জোরেশোরে দরকষাকষি করার জন্য দ্বিতীয় একটি লবিং ফার্মের সঙ্গে চুক্তি করেছে ভারত। এজন্য দেশটিকে প্রতি মাসে ৭৫ হাজার ডলার (প্রায় ৯১ লাখ ৩৫ হাজার টাকা) গুনতে হবে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ লবিং প্রতিষ্ঠানটি ১৫ আগস্ট থেকে কাজ শুরু করেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কের প্রভাব মোকাবিলায় ভারত বিশ্বের বিভিন্ন দেশ ও অর্থনৈতিক জোটের সঙ্গে নতুন বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি করছে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, মরিশাস, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও ইউরোপীয় ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের সঙ্গে সমঝোতা হয়েছে দেশটির। ইউরোপীয় ইউনিয়ন, নিউজিল্যান্ড, চিলি, পেরু, ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন ও ওমানের সঙ্গে বাণিজ্য চুক্তির ব্যাপারে জোরেশোরে আলোচনা চালাচ্ছে দিল্লি। চীনের সঙ্গেও বিরল খনিজ, সার ও যন্ত্রপাতি সরবরাহ নিয়ে সমঝোতা করেছে তারা। অন্যদিকে আলোচনার মাধ্যমে রাশিয়ার সঙ্গে থাকা ৫৮ দশমিক ৯ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা করছে ভারত। আগামী ১০ বছরে ভারতে এক হাজার কোটি ইয়েন বিনিয়োগ করবে বলে জানিয়েছে জাপান।