শেয়ার বিজ ডেস্ক : মার্কেন্টাইল ব্যাংক এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এর মধ্যে রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে গ্রাহক সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান এবং বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নানের উপস্থিতিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জাকির হোসাইন এবং বিএইচবিএফসি’র উপমহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ, অসীম কুমার সাহা ও ড. জাহিদ হোসেন; সিএফও ড. তাপস চন্দ্র পাল; এসইভিপি শাহ্ মো. সোহেল খুরশীদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান ও আব্দুল হালিম; বিএইচবিএফসি’র উপব্যবস্থাপনা পরিচালক নূর আলম সরদার, মহাব্যবস্থাপক (প্রশাসন) তোফায়েল আহমেদ, মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) খাইরুল ইসলাম, মহাব্যবস্থাপক (ঋণ ও বিনিয়োগ) জেড. এম. হাফিজুর রহমান, মহাব্যবস্থাপক (আইন ও সাধারন সেবা) নিপু রানী মিত্র, মহাব্যবস্থাপক (আইসিটি) জহিরুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।