Print Date & Time : 26 July 2025 Saturday 7:48 am

মালয়েশিয়াতে বাংলাদেশিসহ ৩৫ অভিবাসীকর্মী আটক

শেয়ার বিজ ডেস্ক : মালয়েশিয়ার জোহর প্রদেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৫ অভিবাসীকর্মীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

গত মঙ্গলবার (১৫ জুলাই) এসব অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড, আফগানিস্তান ও ভারতের নাগরিক। তাদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) জোহর ইমিগ্রেশন পরিচালক এক বিবৃতিতে বলেন, ‘বৈধ পাস বা পারমিট ছাড়া বিদেশি কর্মীদের উপস্থিতি সম্পর্কে অভিযোগ পাওয়ার পর এ অভিযান চালানো হয়েছিল। আটককৃতদের বিরুদ্ধে আরও তদন্ত করা হচ্ছে।

পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানান মোহাম্মদ রুশদি।

আরআর/