নিজস্ব প্রতিবেদক: সিটি ব্যাংক সম্প্রতি মিজানুর রশীদকে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং বিভাগের চিফ বিজনেস অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে।
ফিনটেক ও কনজিউমার প্যাকেজড গুডস—দুই খাতেই ৩০ বছরেরও বেশি সময় ধরে বৈচিত্র্যময় অভিজ্ঞতার মাধ্যমে মিজানুর রশীদ সুপ্রতিষ্ঠিত ক্যারিয়ার গড়ে তুলেছেন। ব্যবসা সম্প্রসারণ, বাজারে অবস্থান শক্তিশালীকরণ এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে তাঁর দক্ষতা ব্যাপকভাবে স্বীকৃত।
নতুন দায়িত্বে যোগদানের আগে তিনি বিকাশ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি দেশের অন্যতম বৃহৎ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানের জন্য শক্তিশালী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর আগে তিনি ইউনিলিভারের বাংলাদেশ, ভারত ও উপসাগরীয় অঞ্চলে উচ্চপর্যায়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বাংলাদেশের ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।
সিটি ব্যাংকের মতে, মিজানুর রশীদের দীর্ঘ অভিজ্ঞতা ও কৌশলগত নেতৃত্ব ব্যাংকের চলমান ডিজিটাল রূপান্তরকে আরও গতিশীল ও সফলভাবে এগিয়ে নিতে সহায়তা করবে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।
প্রিন্ট করুন










Discussion about this post