Print Date & Time : 12 September 2025 Friday 6:58 am

মিটফোর্ড হত্যা নিয়ে জামায়াতকে ক্ষমা চাইতে হবে: মুরাদ

প্রতিনিধি, সাভার : জামায়াত, ইসলামী আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কঠোর সমালোচনা করছেন ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। তাদের উদ্দেশে তিনি বলেন, ‘ষড়যন্ত্র কখনোই টিকে থাকে না। যারাই ষড়যন্ত্রতত্ত্ব মাথায় নিয়েছে, তারাই রাজনীতি থেকে হারিয়ে গেছে।’

মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচারের জন্য জামায়াতকে ক্ষমা চাইতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে গতকাল ঢাকা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন। মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খান, জেলা নেতা হাজী দেলোয়ার হোসেন মাসুম, মোকাররম হোসেন সাজ্জাদ, রকিব দেওয়ান রকি, ইবাদুল হক জাহিদ, খুররম চৌধুরি টুটুল, মো. সুরুজজামান, তপন মোল্লা, ফজলুল হক বেলায়েতী প্রমুখ।