শেয়ার বিজ ডেস্ক : পুঁজিবাজারে তালিকা ভুক্ত কোম্পানি মিডল্যান্ড ব্যাংক পিএলসি শেয়ারহোল্ডারদের বোনাস শেয়ার ও নগদ লভ্যাংশ প্রদান সম্পন্ন করেছে।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য নিশ্চিত করেছে।
কোম্পানিটি ঘোষণা করেছে, ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত বোনাস শেয়ার এবং নগদ লভ্যাংশ সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণ সম্পন্ন হয়েছে।
কোম্পানিটির ঘোষণা অনুযায়ী বোনাস শেয়ারগুলো সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিও (BO) অ্যাকাউন্টে ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি, ঘোষিত নগদ লভ্যাংশও নির্ধারিত শেয়ারহোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হয়েছে।
মিডল্যান্ড ব্যাংক, সমাপ্ত অর্থবছরের জন্য ৬ শতাংশ লভ্যাংশ দিয়েছে, যার মধ্যে ৩ শতাংশ নগদ এবং ৩ শতাংশ স্টক লভ্যাংশ।
আরআর/

Discussion about this post