ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ধানের শীষে ভোট চাইলেন তার স্ত্রী রাহাত আরা বেগম।
আজ রোববার (১১ ই জানুয়ারি) বিকালে সদর উপজেলার ৭নং চিলারং ইউনিয়নে অনুষ্ঠিত ঐ ইউনিয়নের মহিলা দল কতৃক আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে রাহাত আরা বেগম বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা ছাড়া দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তাই আসুন, ঠাকুরগাঁওয়ের উন্নয়নের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকি।
আসন্ন নির্বাচনে আপনাদের অতি পরিচিত মানুষ আমার স্বামী মির্জা ফখরুল ভোট করছেন। তিনি বহু অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন এগুলো আপনারা সকলেই জানেন। মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ের গর্ব।
তিনি বলেন, তার সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। আপনাদের কাছে আমার একটাই চাওয়া, সেটি হল- আপনারা এক হয়ে মির্জা ফখরুলের ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। আপনাদের ভোট বিপ্লবের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সুশাসন নিশ্চিত করা সম্ভব। ধানের শীষ বিজয় হলে মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড, স্বাস্থ্যসেবা কার্ড, ও কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড করে দেয়া হবে এবং যেখানে যেখানে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট নেই তা নির্মাণ করে দেয়া হবে।
সভায় আরো বক্তব্য রাখেন , ঠাকুরগাঁও জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, সাধারণ সম্পাদক নাজমা পারভিন ও চিলারং ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দগন।
বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ গড়ার পরিকল্পনায় নারী সমাজকে আরও সংগঠিত ও সচেতনভাবে এগিয়ে আসতে হবে।
