নিজস্ব প্রতিবেদক : বেসরকারি খাতের মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী আহসান খলিল পদত্যাগ করেছেন। ব্যাংকের চেয়ারম্যান বরাবর গতকাল রোববার তিনি পদত্যাগপত্র জমা দেন, যার অনুলিপি পাঠিয়েছেন বাংলাদেশ ব্যাংকে। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন বলে জানা গেছে।
গত বছরের এপ্রিলে মেঘনা ব্যাংকের এমডি হিসেবে যোগ দেন তিনি। এর আগে কাজী আহসান খলিল এনআরবি ব্যাংকের ডিএমডি ছিলেন। ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করে প্রাইম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, শাহ্জালাল ইসলামী, সোশ্যাল ইসলামী, এনআরবি কমার্শিয়াল, মধুমতি ও প্রিমিয়ার ব্যাংকে কাজ করেছেন।
মেঘনা ব্যাংক প্রতিষ্ঠিত হয় ২০১৩ সালে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ব্যাংকটির পরিচালকদের অনেকেই পলাতক ছিলেন। বিভিন্ন ইস্যুতে পরিচালনা পর্ষদে টানাপোড়েনের মধ্যে গত ১২ মার্চ পর্ষদ ভেঙে পুনর্গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটির চেয়ারম্যান পদ থেকে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক এমপি এএইচএন আশিকুর রহমানকে সরিয়ে প্রাণ গ্রুপের পরিচালক উজমা চৌধুরীর নেতৃত্বে পর্ষদ গঠন করে দেয়া হয়।
কাজী আহ্সান খলিল গণমাধ্যমকে বলেন, ‘নতুন পর্ষদ কোনো কারণ ছাড়াই হঠাৎ করে আমাকে ছুটিতে পাঠানোর উদ্যোগ নেয়। আমি সেই প্রস্তাবে রাজি না হয়ে নিজেই পদত্যাগ করেছি। বাংলাদেশ ব্যাংক তদন্ত করলেই আরও অনেক কিছু জানতে পারবে।’

Discussion about this post