শেয়ার বিজ ডেস্ক : মেসির অনুপস্থিতিতে আগের ম্যাচে জয় পেলেও এবার বড় হারের শিকার ইন্টার মিয়ামি। অরল্যান্ডো সিটির কাছে ৪-১ গোলে বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ক্লাবটিকে।
অবশ্য দলটির কোচ হাভিয়ের মাশচেরানো আগেই জানিয়েছিলেন ইনজুরির কারণে দলের সঙ্গে ছিলেন না লিওনেল মেসি।
গত ৩ আগস্ট লিগস কাপে নিকাক্সার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন আর্জেন্টাইন তারকা। চেজ স্টেডিয়ামে বল নিয়ে ড্রিবল করার সময় প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে পড়ে যান মেসি। মাঠেই ছিলেন যন্ত্রণাকাতর। কিছুক্ষণ হাঁটার চেষ্টা করলেও শেষ পর্যন্ত চিকিৎসকদের সহায়তা নিতে হয় তাকে। এরপর থেকে আর মাঠে নামেননি তিনি।
মেসিকে ছাড়াই আগের ম্যাচে পুমাসকে ৩-১ গোলে হারিয়েছিল মিয়ামি। তবে অরল্যান্ডোর বিপক্ষে সে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তারা। রোববার রাতে ইন্টার অ্যান্ড কো স্টেডিয়ামে ম্যাচের মাত্র ২ মিনিটেই লিড নেয় অরল্যান্ডো। যদিও তিন মিনিট পরই ইয়ানিক ব্রাইটের গোলে সমতায় ফেরে মিয়ামি। প্রথমার্ধ শেষে স্কোরলাইন ছিল ১-১।
কিন্তু দ্বিতীয়ার্ধে সবকিছু পাল্টে যায়। ৫০ মিনিটে লুইস মুরিয়েল গোল করে অরল্যান্ডোকে এগিয়ে দেন। এরপর ৫৮ মিনিটে মার্টিন ওজেদা এবং ম্যাচের ৮৮ মিনিটে মার্কো প্যাসালিচ গোল করে জয় নিশ্চিত করেন। ম্যাচে জোড়া গোল করেন মুরিয়েল।
এই জয়ে পয়েন্ট টেবিলেও এগিয়ে গেছে অরল্যান্ডো। ২৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে চতুর্থ স্থানে। অন্যদিকে ২৩ ম্যাচে ৪২ পয়েন্ট পাওয়া ইন্টার মিয়ামি নেমে গেছে ছয় নম্বরে।
আরআর/

Discussion about this post