Print Date & Time : 13 September 2025 Saturday 4:38 am

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্য সংগ্রহ নিয়ে ওয়াচডগের তদন্ত শুরু

 শেয়ার বিজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের অভ্যন্তরীণ ওয়াচডগ একটি বড় ধরনের তদন্ত শুরু করেছে। মূল লক্ষ্য হলো কীভাবে দেশটির বিউরো অব লেবার স্ট্যাটিস্টিকস (বিএলএস) কর্মসংস্থান ও মুদ্রাস্ফীতি সম্পর্কিত তথ্য সংগ্রহ ও হালনাগাদ করে, সেই প্রক্রিয়ার দুর্বলতা ও চ্যালেঞ্জগুলো খতিয়ে দেখা। খবর-বিবিসি।

এই পদক্ষেপের সূচনা হয়েছে হোয়াইট হাউসের তীব্র সমালোচনার পর। সম্প্র্রতি সংস্থাটি তাদের পূর্ববর্তী চাকরির পরিসংখ্যান সংশোধন করে জানায়, গত বছরের চাকরি বৃদ্ধির হার প্রাথমিক অনুমানের তুলনায় অনেক কম ছিল।

গত মাসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প BLS-এর প্রধানকে বরখাস্ত করেন। তিনি অভিযোগ করেন তথ্যপ্রধান নাকি ইচ্ছাকৃতভাবে চাকরির তথ্য বিকৃত করেছেন, যাতে প্রশাসনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। যদিও ট্রাম্প এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

শ্রম দপ্তরের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয় কার্যনির্বাহী কমিশনার উইলিয়াম উইয়াট্রস্কিকে পাঠানো এক চিঠিতে জানায়, সাম্প্রতিক পরিসংখ্যান সংশোধন এবং মূল্য তথ্য সংগ্রহ কমানোর সিদ্ধান্তই তদন্তের মূল কারণ।

তদন্ত শুরুর একদিন আগে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়, মার্চ পর্যন্ত ১২ মাসে যুক্তরাষ্ট্রে ৯ লাখ ১১ হাজার কম চাকরি সৃষ্টি হয়েছে, যা পূর্ববর্তী অনুমানের তুলনায় অনেক বড় একটি নিম্নগতি। অর্থনীতিবিদরা এত বড় ঘাটতির পূর্বাভাস দেননি।

বিএলএস দীর্ঘদিন ধরেই সমালোচনার মুখে রয়েছে, বিশেষ করে তাদের জরিপে অংশগ্রহণের হার কমে যাওয়ায় তথ্যের গুণগত মানে ঘাটতি তৈরি হচ্ছে বলে আশঙ্কা করা হয়।

অন্যদিকে ডেমোক্রেট নেতারা ও কিছু অর্থনীতিবিদ উদ্বেগ প্রকাশ করেছেন হোয়াইট হাউস হয়তো রাজনৈতিক স্বার্থে অর্থনৈতিক তথ্যকে প্রভাবিত করার চেষ্টা করছে।

ট্রাম্প সম্প্রতি নতুন কমিশনার হিসেবে রক্ষণশীল অর্থনীতিবিদ ই জে অ্যান্টনিকে মনোনীত করেছেন, যিনি দলীয় পক্ষপাতমূলক বিশ্লেষণের জন্য পরিচিত। এই মনোনয়নও ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

এছাড়া বিশেষজ্ঞদের নিয়ে গঠিত বহিরাগত পরামর্শক প্যানেল কমিয়ে দেয়া এবং মূল্য তথ্য সংগ্রহ সীমিত করার সিদ্ধান্ত নিয়েও অর্থনীতিবিদরা উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও প্রশাসন বলছে এ পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো তথ্যের গুণগতমান উন্নত করা এবং দপ্তরকে আধুনিকায়ন করা।

তদন্তকারী ওয়াচডগ এর আগেও বিএলএস-এর তথ্যসংগ্রহ পদ্ধতি পর্যালোচনা করেছে। ২০২৩ সালে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, প্রাথমিক জরিপে অংশগ্রহণকারীর হার উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। সে সময়ও সুপারিশ করা হয়েছিল যে, বিএলএস তাদের তথ্যের সীমাবদ্ধতা আরও স্বচ্ছভাবে প্রকাশ করা উচিত।

তবে এবারকার তদন্ত আরও সংবেদনশীল সময়ের মধ্যে শুরু হলো, যখন প্রশাসনের ওপর নির্ভরযোগ্য অর্থনৈতিক তথ্য প্রকাশের জন্য চাপ ক্রমে বাড়ছে।