শেয়ার বিজ ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধের বিরতি আরও ৯০ দিন বাড়ানোর সিদ্ধান্তে বিশ্বজুড়ে পুঁজিবাজারে উল্লম্ফন দেখা দিয়েছে। সোমবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী আদেশে ঘোষণা দেন, আগামী ১০ নভেম্বর পর্যন্ত চীনা পণ্যে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত থাকবে। এর প্রতিক্রিয়ায় বেইজিংও যুক্তরাষ্ট্রের পণ্যে অতিরিক্ত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দেয়। খবর- বিবিসি। ট্রাম্প আগেই হুমকি দিয়েছিলেন, নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে চীনা আমদানির ওপর শুল্ক ২৪৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে। অন্যদিকে বেইজিং জানিয়েছিল, তারা পাল্টা ১২৫ শতাংশ পর্যন্ত শুল্ক বসাবে। তবে নতুন এই বিরতির ফলে বর্তমানে বিদ্যমান চীনা পণ্যে ৩০ শতাংশ এবং মার্কিন পণ্যে ১০ শতাংশ শুল্ক বজায় থাকবে।
টোকিওর নিক্কেই সূচক গত মঙ্গলবার দুই দশমিক ৫ শতাংশ বেড়ে ৪২ হাজার ৮৬৭ দশমিক ৬৯ পয়েন্টে পৌঁছেছে।
অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ সূচক শূন্য দশমিক ৪১ শতাংশ বেড়ে ৮ হাজার ৮৮০ পয়েন্টে বন্ধ হয়, যা নতুন রেকর্ড। এ ঊর্ধ্বগতি এসেছে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক সুদের হার নামিয়ে দুই বছরের সর্বনিম্ন ৩ দশমিক ৬ শতাংশ করায়।
চীনের শাংহাই কম্পোজিট সূচক শূন্য দশমিক ৫ শতাংশ বেড়েছে, যদিও হংকংয়ের হ্যাং সেনগ সূচক প্রায় অপরিবর্তিত ছিল।
ইউরোপের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। যুক্তরাজ্যের এফটিএসই ১০০ শূন্য দশমিক ২ শতাংশ এবং ফ্রান্সের সিএসি ৪০ শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে বন্ধ হয়।
যুক্তরাষ্ট্রে এসএন্ডপি ৫০০ সূচক শূন্য দশমিক ৯ শতাংশ, ডাও জোন্স ১ শতাংশ এবং প্রযুক্তি খাতভিত্তিক নাসডাক ১ দশমিক ১ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতার পথে রয়েছে।
সুইস ব্যাংক ইউবিএসের মার্ক হেফেলে বলেন, এই বিরতি ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে
সমঝোতার দিকে একটি ‘ইতিবাচক পদক্ষেপ’, যা বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের বিপর্যয় এড়াতে পারে।
তার মতে, বাড়তি সময় ব্যবহার করে উভয় দেশ ফেন্টানিল প্রবাহ, রেয়ার-আর্থ নিয়ন্ত্রণ, প্রযুক্তি রপ্তানি সীমাবদ্ধতা এবং রাশিয়ান তেল কেনা-সংক্রান্ত অমীমাংসিত ইস্যুগুলোতে ছাড় দিতে পারে।
বাণিজ্যযুদ্ধ প্রশমিত হওয়ার আশায় তেলের দামও বেড়েছে। ব্রেন্ট ক্রুড শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৬৬ দশমিক ৯০ ডলার।
যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ৬৪ দশমিক ২০ ডলার হয়।

Discussion about this post