শেয়ার বিজ ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের টেস্ট সিরিজ। দুই টেস্টের সিরিজে ইতোমধ্যেই লিড নিয়েছে টাইগাররা। সিলেট টেস্টে আইরিশদের চার দিনেই হারিয়েছে নাজমুল শান্তর দল। ইনিংস ব্যবধানে টাইগারদের জয়ের পেছনে বড় ভূমিকা রেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। প্রথম ইনিংসে তার ১৭১ রানের ইনিংসের সুবাদেই স্বাগতিকরা পায় ৩০১ রানের লিড।
টসে জিতে আগে ব্যাট করে আয়ারল্যান্ড ২৮৬ রান করে। এরপর ব্যাট করতে নেমে সাদমান ইসলামকে সঙ্গে নিয়ে জয় গড়েছিলেন ১৬৮ রানের উদ্বোধনী জুটি। সাদমান সেঞ্চুরি মিস করলেও জয় ঠিকই নিজের শতক তুলে নিয়ে ছুটছিলেন ডাবল সেঞ্চুরির দিকে। তবে ১৭১ রান করেই শেষ পর্যন্ত ফিরতে হয় তাঁকে।
এদিকে ১৭১ রানের ইনিংস খেলেই সিলেট টেস্টের ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন জয়। তবে ম্যাচসেরা হলেও ডাবল সেঞ্চুরি করতে না পারায় হতাশ। তিনি বলেন, ‘হ্যাঁ, ডাবল সেঞ্চুরি করতে না পারায় আমি একটু হতাশ। কিন্তু দিনের শেষে আমি খুব ভালো খেলেছি। আমি বেশ খুশি।’
সিলেটের উইকেট প্রসঙ্গে জয় বলেন, ‘হ্যাঁ, উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল। আমি চেষ্টা করি সবকিছু সহজ রাখতে, আর খারাপ বল এলে বাউন্ডারি বা সিঙ্গেলে কাজে লাগাতে। ব্যাটিংয়ের জন্য সত্যিই ভালো ছিল।’
সেঞ্চুরির আগ পর্যন্ত দেখেশুনে খেললেও এরপর বেশ হাতখুলে খেলেছেন জয়। আক্রমণাত্মক ব্যাটিংয়ের বিষয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, আমার শতক হওয়ার পর আমি প্রায় প্রতিটা বল মারার চেষ্টা করছিলাম, আর মুমিনুল ভাই আমাকে বলেছিলেন ইনিংসটা আরও বড় করতে, এতে উপকার হবে।’
এস এস/
