প্রতিনিধি, সিরাজগঞ্জ : যৌতুকের দাবিতে স্ত্রী সাবিনা ইয়াসমিনকে গলায় ওড়না পেছিয়ে শ্বাসরোধ করে হত্যা করার দায়ে স্বামী মতিউর রহমান মতিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে একলাখ টাকা জরিমানা ও সাত বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল বুধবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মতিউর রহমান মতিন জেলার তাড়াশ উপজেলার ভায়াট গ্রামের বাহের আলীর ছেলে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এর পাবলিক প্রসিকিউটর মাসুদুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনে দোষী সাব্যস্ত করে আব্দুল মতিনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালে বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রী সাবিনা ইয়াসমিনকে নির্যাতন করে আসছিল মতিন। ২০১১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ধানক্ষেতে ফেলে রাখে সে। পরবর্তী সময়ে নিহতের বড় ভাই তাড়াশ থানায় হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি শেষে আদালত গতকাল রায় দেন।

Discussion about this post