নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের নারিকেল তেল উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। মঙ্গলবার (১ জুলাই) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় নারিকেল তেল উৎপাদনের প্লান্ট বন্ধের সিদ্ধান্ত হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জনায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পরযন্ত কোম্পানিটির নারিকেল তেল উৎপাদন বন্ধ থাকবে।
উল্লেখ্য, এ ক্যাটাগরির রহিমা ফুড ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আজ এ প্রতিবেদন লেখা পরযন্ত কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হচ্ছে।