শেয়ার বিজ ডেস্ক : রাজধানীর জুরাইন এলাকার একটি পরিত্যক্ত বাসা থেকে অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০। র্যাবের দাবি, তারা মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কাজে জড়িত।
আজ বুধবার (১০ জুলাই) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদারের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, কদমতলী থানাধীন জুরাইন বৌ-বাজারের একটি পরিত্যক্ত বাসায় কয়েকজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র’সহ অবস্থান করছে।
খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে র্যাব-১০ এর আভিযানিক দল ওই বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করে।
আটককৃতরা হলেন- জুরাইন মিষ্টির দোকান এলাকার মৃত সবুর মিয়ার ছেলে মোঃ শাকিল (৩৬), জুরাইন বৌ-বাজার এলাকার মোঃ নুর ইসলামের ছেলে মোঃ রুবেল (৩৪) এবং একই এলাকার খোকন ভূইয়ার ছেলে মোঃ মোক্তার ভূইয়া (৪০)।
র্যাব দাবি করেছে, গ্রেফতারকৃত সবাই অবৈধ মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। তারা বেশ কিছুদিন ধরে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে কদমতলী থানাধীন জুরাইন বৌ-বাজারসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার আধিপত্য’সহ চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মোঃ শাকিলের বিরুদ্ধে বিভিন্ন থানায় নয়টি মাদক মামলা এবং মোঃ রুবেলের বিরুদ্ধে এবটি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানো হয়েছে র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে।