Print Date & Time : 15 August 2025 Friday 7:36 am

রাশিয়ার তেল শোধনাগারসহ দুটি অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা

 শেয়ার বিজ ডেস্ক : রাশিয়ায় গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার ভোরের মধ্যে কয়েক ডজন ড্রোন ছুঁড়েছে ইউক্রেন। এসব হামলায় তিনজন আহত হয়েছে এবং একটি তেল শোধনাগারসহ দক্ষিণাঞ্চলের দুটি অঞ্চলে আগুন লেগেছে। খবর-এএফপি।

রাশিয়ান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওগুলোয় যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ৪৭০ কিলোমিটার দূরে অবস্থিত দক্ষিণাঞ্চলীয় নগরী ভলগোগ্রাদে একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুনের দৃশ্য দেখানো হয়েছে।

ভলগোগ্রাদ অঞ্চলের গভর্নর আন্দ্রেই বোচারভ টেলিগ্রামে এক বিবৃতিতে জানান, আক্রমণের ফলে ভলগোগ্রাদ তেল শোধনাগারে তেল ছড়িয়ে পড়ে এবং আগুন ধরে যায়।

রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, এই অঞ্চলের রাজধানীর কেন্দ্রস্থলে ইউক্রেনের একটি ড্রোন একটি গাড়িতে আঘাত করলে এতে আগুন লেগে তিনজন আহত হয়েছে।

তার পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়িটিতে আগুন ধরেছে এবং রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে লিখেছেন, ‘জরুরি পরিষেবা ঘটনাস্থলে কাজ করছে।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের ওপর পূর্ণ মাত্রার সামরিক আক্রমণ শুরু করার পর থেকে, কিয়েভ তার সীমান্ত থেকে কয়েকশ কিলোমিটার দূরে রাশিয়ার অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে আসছে।

কিয়েভ এই হামলাকে তার বেসামরিক নাগরিকদের ওপর মস্কোর প্রতিদিনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ন্যায্য প্রতিশোধ বলে অভিহিত করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বুধবারের শেষ থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে ইউক্রেনের ৪৪টি ড্রোন আটক করেছে। এগুলোর মধ্যে সাতটি ক্রিমিয়ার থেকে আটক করা হয়েছে।

রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপটি ইউক্রেন থেকে দখল করে নেয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলাস্কায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকের প্রাক্কালে এই হামলা চালানো হলো।