Print Date & Time : 2 August 2025 Saturday 10:31 am

রাশিয়ার হামলায় ইউক্রেনে ২৭ জন নিহত

শেযার বিজ ডেস্ক : রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ জন কয়েদি ও একজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। জাপোরিঝঝিয়ায় একটি কারাগারে হামলায় ১৬ জন নিহত হন। দিনিপ্রোপেত্রোভস্কে হাসপাতালে হামলায় তিনজন নিহত হন, যাদের একজন অন্তঃসত্ত্বা নারী।

খারকিভের একটি দোকানে হামলায় আরও পাঁচজন মারা যান। ওডেসা, খেরসন ও অন্যান্য এলাকায়ও হতাহতের ঘটনা ঘটে।

ইউক্রেন দাবি করেছে, রাশিয়া এক রাতে ৩৭টি ড্রোন ও দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, এর মধ্যে ৩২টি ড্রোন প্রতিহত করা হয়েছে। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার রোস্তভ অঞ্চলে একজন নিহত ও রেলস্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইউক্রেন ৬০ বছরের বেশি বয়সীদের সেনাবাহিনীতে যোগ দেয়ার অনুমতি দিয়ে একটি আইন পাস করেছে।

উভয় পক্ষই বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ অস্বীকার করছে, তবে এ যুদ্ধে হাজারো বেসামরিক মানুষ নিহত হয়েছেন।