শেয়ার বিজ ডেস্ক: রাষ্ট্রকাঠামো সংস্কারে মৌলিক বিষয়ে ঐক্যমত্যে আসা প্রয়োজন বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের দ্বিতীয় পর্যায়ের ১১তম বৈঠকের আগে এমনটা বলেন তিনি।
এদিন ৩ দিনের বিরতি দিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের ১১তম বৈঠক শুরু হয়। বৈঠকে প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে আলোচনার কথা রয়েছে।
ড. আলী রীয়াজ বলেন, প্রাতিষ্ঠানিকভাবে রাষ্ট্রকাঠামো এমন পর্যায় নিতে হবে, যাতে আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হতে পারে। এ জন্য রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয়ে ঐক্যমত্যে আসা আমাদের মূল উদ্দেশ্য। এখন দ্রুততম সময়ের মধ্যে আলোচনা নিষ্পত্তি করতে হবে।
তিনি বলেন, আমরা একটি জবাবদিহিতামূলক রাষ্ট্রের কথা বলছি, ক্ষমতা যাতে এককেন্দ্রিক না হয়, বিচার বিভাগ স্বাধীন রাখার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। সংস্কারগুলো দ্রুত শেষ করে জুলাই মাসের মধ্যে ঐক্যমত্য কমিশনের আলোচনা শেষ করতে হবে।