Print Date & Time : 16 July 2025 Wednesday 6:51 pm

রিয়াল অধ্যায়ের ইতি টেনে এখন ইতালির ক্লাবে মদ্রিচ

শেয়ার বিজ ডেস্ক : অবশেষে গুঞ্জনের অবসান ঘটিয়ে ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দিলেন লুকা মদ্রিচ। ৩৯ বছর বয়সী এই ক্রোয়াট মিডফিল্ডারের সঙ্গে এক বছরের চুক্তি করেছে ইতালিয়ান জায়ান্টরা।

গতকাল সোমবার (১৪ জুলাই) নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে এসি মিলান।

এসি মিলানে যোগ দিয়ে বেশ খুশি মদ্রিচ। ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে তিনি বলেন, ‘এখানে এসে (এসি মিলান) আমি খুবই খুশি। নতুন এই চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি। আমাদের সামনে কথা বলার অনেক সময় থাকবে।’

সদ্য শেষ হওয়া ক্লাব বিশ্বকাপে পিএসজির কাছে সেমিফাইনালে ৪-০ গোলে হারের মাধ্যমে রিয়াল মাদ্রিদের যাত্রা থামে। সেটাই ছিল লুকা মদ্রিচের রিয়াল জার্সিতে শেষ ম্যাচ।

রিয়ালের হয়ে ১৩ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে মদ্রিচ নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ক্লাব ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে। ২০১২ সালে টটেনহ্যাম হটস্পার থেকে যোগ দিয়ে তিনি রিয়ালের জার্সিতে জিতেছেন ৬টি চ্যাম্পিয়নস লিগ, ৪টি লা লিগা, ৫টি ক্লাব বিশ্বকাপসহ মোট ২৮টি ট্রফি।

আরআর/