শেয়ার বিজ ডেস্ক : তিনি একটা সময় ছিলেন রিয়াল মাদ্রিদের ডাগআউটে। সেই জোসে মরিনিয়ো এখন আছেন তুরস্কের ক্লাব ফেনারবাচেতে। তবে রিয়াল মাদ্রিদের ওপর থেকে চোখ সরাননি তিনি। তার সাবেক ক্লাবের তারকা খেলোয়াড়কে ভাগিয়ে নিয়ে যেতে চাইছেন তিনি এবার।
রিয়ালের তারকায় ঠাসা ফরোয়ার্ড লাইনের অন্যতম মুখ ব্রাহিম দিয়াজ। মরিনিয়ো তাকেই দলে নিতে চাচ্ছেন। তিনি চাচ্ছেন, ফেনারবাচে যেন এই মরক্কো তারকাকে আনা হয়। কিন্তু সবকিছু ঠিকঠাক না থাকায় এই চেষ্টা ব্যর্থ হওয়ার আশঙ্কাই বেশি।
তুরস্কের সংবাদমাধ্যমের বরাতে ‘ফুটবল এসপানিয়া’ জানিয়েছে, মরিনিয়ো নাকি ‘ব্যক্তিগতভাবে অনুরোধ করেছেন’ ফেনারবাচে যেন ২৫ বছর বয়সী দিয়াজকে দলে আনে। কারণ, গুঞ্জন আছে—এই গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ তাদের এক বা একাধিক মূল খেলোয়াড় বিক্রি করতে পারে।
কিন্তু সমস্যা হলো, ব্রাহিম দিয়াজ মাদ্রিদ ছাড়ছেন এমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বরং ‘তিনি অন্তত আরেকটি মৌসুম রিয়ালেই থাকবেন’—এমনটাই বলছে ওই প্রতিবেদন। ধারণা করা হচ্ছে, তিনি নতুন চুক্তিতেও স্বাক্ষর করতে যাচ্ছেন।
মরক্কোর এই ফুটবলার আগেও এসি মিলানে তিন বছর ধারে খেলেছেন। এরপর ২০২৩ সাল থেকে তিনি রিয়ালে নিয়মিত সুযোগ পেতে শুরু করেন। চলতি মৌসুমে তিনি ৫৬ ম্যাচে ৬ গোল করেছেন। তবে নতুন চুক্তি করলে তাকে দলে ভেড়ানো ফেনারবাচের জন্য অর্থনৈতিকভাবে খুবই কঠিন হয়ে যাবে।
আগামী মৌসুমে অবশ্য তার খেলার সময় কিছুটা কমে যেতে পারে। কারণ, রিয়াল ইতিমধ্যে তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে দলে নিয়েছে। তাছাড়া আরদা গুলের মতো তরুণ উঠতি তারকাও এখন দলের ভিত শক্ত করছে।
ফলে মরিনিয়োর চাওয়া শেষ পর্যন্ত ‘অপূর্ণ ইচ্ছা’ হিসেবেই থেকে যেতে পারে। এখন দেখা যাক, ফেনারবাচে আদৌ চেষ্টা চালিয়ে যায় কি না, নাকি এই চেষ্টা এখানেই থেমে যায়।
আরআর/