প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া বাজার, টেকপাড়া আতলাসপুর এলাকায় তিতাসের অভিযান পরিচালনা হয়েছে। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমানের নেতৃত্বে রুপগঞ্জ জোনের প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম সার্বিক সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।
আজ সোমবার (১৮ আগষ্ট) মুড়াপাড়া বাজারে আল মদিনা হোটেল এন্ড সুইটসকে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং মাসুমাবাদ এলাকায় সোনার বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্টে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, হাটাবো ও আতলাসপুর এলাকার প্রায় ২ কি.মি. এলাকার আনুমানিক ২০০ বাড়িতে ৩০০ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রতিটি বিতরণ লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং/ ক্যাপিং করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার জোনের প্রকৌশলী রায়হান কবিরসহ পুলিশ প্রশাসন তিতাসের কর্মকতা ও কর্মচারীরা এ অভিযানে সহযোগিতা করেন।