শেয়ার বিজ ডেস্ক : রেসলিংকে পেশাদার পর্যায়ে আনতে এবং মূলধারায় প্রতিষ্ঠিত করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন হাল্ক হোগোন।
গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) ফ্লোরিডায় রেসলিংয়ের এই আমেরিকান কিংবদন্তি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।
হোগানের ম্যানেজার ক্রিস ভোলো তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন হোগান। পরিবারের সদস্যদের সান্নিধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গত মে মাসে তার ঘাড়ে এবং জুনে হার্টে অপারেশন করা হয়েছিল।
হাল্ক হোগানের প্রকৃত নাম টেরি গেনে বোলিয়া। তিনি ৮০ ও ৯০ এর দশকের রেসলার ছিলেন। তাকে অনেকে ওয়ার্ল্ড রেসলিং ইন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) সর্বকালের সবচেয়ে বড় তারকা মনে করেন। হোগান ১৯৭৭ সালে পেশাদার রেসলিং ক্যারিয়ার শুরু করেন। তিনি লম্বা সোনালী চুল ও লম্বা মোচ দিয়ে বাড়তি মনোযোগ কাড়তেন।
তার মৃত্যুর খবর জানিয়ে ইনস্টাগ্রামে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা কিংবদন্তিকে হারিয়ে ফেলেছি। চার দশকেরও বেশি সময় ধরে রেসলিং করেছেন। বিশ্বব্যাপী লক্ষ লক্ষ ভক্তদের জন্য বিস্ময়কর স্মৃতি রেখে গেছেন। যে স্মৃতিতে আমরা সান্ত্বনা খুঁজবো। তিনি ভক্তদের জীবন স্পর্শ করতে পেরেছিলেন।’
হৃদরোগে আক্রান্ত হওয়ার পর দ্রুততার সঙ্গে হোগানকে হাসপাতালে নেওয়া হয়। মৃত্যু নিয়ে পরিষ্কার ধারণা পেতে তদন্তের প্রয়োজনে জরুরি পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি।
এক বিবৃতি দিয়ে ডব্লিউডব্লিউই লিখেছে, ‘ডব্লিউডব্লিউই-এর হল অব ফেমের সদস্য হোগানের মৃত্যু আমাদের জন্য অতি দুঃখের সংবাদ। তার পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি আমাদের সমবেদনা।’ তিনি ছয়টি ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ জিতেছেন। রেসলারমানিয়া জিতেছেন আটবার। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র।
আরআর/

Discussion about this post