শেয়ার বিজ ডেস্ক : সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ক্রেডেন্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড ক্রেডেন্স ফার্স্ট গ্রোথ ফান্ডের ইউনিটের বিনিয়োগকারীরা সর্বশেষ বছরের জন্য কোনো লভ্যাংশ পাবেন না।
আলোচিত ফান্ডের ট্রাস্টি কমিটি গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য নো-ডিভিডেন্ড ঘোষণা করেছে। বুধবার (২৩ জুলাই) অনুষ্ঠিত কমিটির সভায় আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, সর্বশেষ হিসাববছরে ১ কোটি ৪৯ লাখ টাকা লোকসান দিয়েছে। ইউনিট প্রতি লোকসান হয়েছে ৮৫ পয়সা। আগের বছর ইউনিট প্রতি ১ টাকা ৩২ পয়সা লোকসান হয়েছিল।
সর্বশেষ বছরে ইউনিট প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৩ পয়সা, যা আগের বছর একই সময়ে ১৬ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে বাজার মূল্যে ক্রেডেন্স ফার্স্ট গ্রোথ ফান্ডের প্রতি ইউনিটের নিট সম্পদ মূল্য ছিল ৭ টাকা ৬২ পয়সা।
আরআর/